১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র! প্রতিবাদে পথে নামার ঘোষণা মমতার

বাংলাহান্ট ডেস্ক : আবারও কেন্দ্রের বিরুদ্ধে খড়্গহস্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগ এনে এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তিনি। রবিবার বাঁকুড়া যাওয়ার পথে দুর্গাপুরেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেল তাঁকে।

এদিন ১০০ দিনের কাজের প্রসঙ্গে কেন্দ্র সরকারকে সরাসরি তোপ দাগেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘কেন্দ্রের নোংরা খেলায় টাকা পাচ্ছে না গরীব মানুষেরা। ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র। ১৫ দিনের মধ্যে শ্রমিকদের প্রাপ্য বেতন বেতন সংবিধানের নিয়ম। সেই নিয়ম লঙ্ঘন করছে কেন্দ্র। সংবিধান লঙ্ঘন করছে।’

অবিলম্বে কেন্দ্র এই টাকা না দিলে জুনের ৫ ও ৬ তারিখ প্রতিটি ব্লকে প্রতিবাদ এবং বিক্ষোভের হুঁশিয়ারিও দেন তিনি। তিনি আরও বলেন, ‘আগামী মাসের ৫ ও ৬ তারিখ রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে-ব্লকে তৃণমূলের কিষাণ সংগঠন, সংখ্যালঘু সংগঠন, আদিবাসী সংগঠন সহ তৃণমূলের সমস্ত সংগঠনের কর্মী সদস্যরা একজোট হয়ে পথে নেমে মিছিল করবেন। ১০০ দিনের টাকা কেন দেওয়া হচ্ছে না বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও এই স্লোগান তুলবেন।’

আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন। বলাই বাহুল্য তা নিয়ে বেশ গুমোট পাহাড়ের রাজনৈতিক আবহাওয়া। জিটিএ ভোট স্থগিতের দাবি তুলে অনশনে বসেছেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং। দার্জিলিং এর বিজেপি সাংসদও সমর্থন জানিয়েছেন তাঁকে। এই সময়েই আবার দার্জিলিং সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এরই মধ্যে এবার জুনের প্রথম সপ্তাহে দার্জিলিং সফরে যাওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা রাজনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর