চব্বিশে প্রধানমন্ত্রী মমতা আর মুখ্যমন্ত্রী অভিষেক! কে করলেন এত বড় ভবিষ্যদ্বাণী?

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভোটপূর্বে তাই নবজোয়ার যাত্রায় মেতে উঠেছেন দলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় দুমাস ধরে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে পৌঁছে যাওয়ার অঙ্গীকার নিয়েছেন তিনি। সেই মতোই গতকাল মুর্শিদাবাদে (Murshidabad) পা রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নেতাকে নিজের জায়গায় দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিধায়ক ইদ্রিস আলি (Idrish Ali)। আর আনন্দ আটকে না রাখতে পেরে এখন থেকেই করে দিলেন চব্বিশের ভবিষ্যদ্বাণী। জানিয়ে দিলেন বাংলা সহ গোটা দেশের ভবিষ্যৎ। বিধায়কের স্পষ্ট কথা, “২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), আর বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

idris ali

ইদ্রিস আরও বলেন, “৩৬ বছরের একজন যুবক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয়তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নেই।” যদিও বিধায়কের এই মন্তব্যের পাল্টা দিতে বিন্দুমাত্র দেরী করেনি বিজেপি শিবির। এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “শাসকদল যখন ক্ষমতায় থাকে তখন লোক কীভাবে হয় তা সকলের জানা। ২০১১ সালে সিপিআইএমের ব্রিগেড দেখে কেউ বুঝতে পারেনি এই দলটা হারতে চলেছে। তাই মানুষকে বোকা মনে করার কোনও কারণ নেই।”

প্রসঙ্গত, এদিন অভিষেক মুর্শিদাবাদে ঢুকতেই ফেটে পরে ভীড়। জনজোয়ারে শুরু হয় হুড়োহুড়ি। ৩৪ নম্বর জাতীয় সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের ঢল নামে। এতই ভীড় যে জনজোয়ারের ধাক্কাধাক্কিতে বিধায়ক ইদ্রিস আলি-সহ অনেকেই পড়ে গেলেন সটান রাস্তায়।

অভিষেকের পাশাপাশি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কলকাতা পৌরসভার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, মন্ত্রী আখরুজ্জামান, বিধায়ক অসিত মার্জিত, বিধায়ক হুমায়ুন কবির, বিধায়ক অপূর্ব সরকার, বিধায়ক জাফিকুল ইসলাম, বিধায়ক মনিরুল ইসলাম আরও অনেকে। অভিষেককে ফুল,উত্তরীয়, গামছা, শাল মোমেন্টো ইত্যাদি দিয়ে বরণ করে নেন তৃণমূলের কর্মীরা। তবে পঞ্চায়েতের আগে অভিষেকের কর্মসূচীতে জনজোয়ার চোখে পড়ার মত ছিল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর