হুইল চেয়ার ছেড়ে হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি

বাংলা হান্ট ডেস্কঃ গত বুধবার সন্ধ্যেবেলায় নন্দীগ্রামে প্রচার কর্মসূচি চলার সময় আচমকাই দুর্ঘটনার শিকার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কোমরে, পায়ে গুরুতর আঘাত লাগে। এরপর ওনাকে গ্রিন করিডর করে তড়িঘড়ি কলকাতায় এসএসকেএম-এ নিয়ে আসা হয়। সেখানে প্রায় ৪৮ ঘণ্টা চিকিৎসার পর ছুটি পান তিনি। কিন্তু ছুটি পেলেও পায়ে ব্যান্ডেজ নিয়ে বের হতে হয় ওনাকে।

পায়ে আঘাত আর ব্যান্ডেজ নিয়েই প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কলকাতায় একটি পদযাত্রাও করেন তিনি। যদিও সেই যাত্রায় তিনি হাঁটতে পারেন নি, ওনাকে হুইল চেয়ারে বসিয়ে যাত্রা সম্পন্ন করা হয়। গতকালের সেই পদযাত্রার পর আজ পুরুলিয়ায় সভাও করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাতেই ওনাকে হুইল চেয়ারেই দেখা যাবে।

রাজ্যের মুখ্যসচিব, নির্বাচন কমিশন এবং জেলা পুলিশের রিপোর্টে কোথাও কোনও ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়নি। প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং পর্যবেক্ষকদের তদন্তের পর বুধবার সন্ধ্যের ঘটনাকে নিছকই দুর্ঘটনা বলে আখ্যা দেওয়া হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই ঘটনাটিকে দুর্ঘটনা মানতে নারাজ। তাঁদের মতে চক্রান্ত করেই তৃণমূল নেত্রীকে ঠেলা দেওয়া হয়েছিল।

আরেকদিকে, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ছবি ভাইরাল হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ার ছেড়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ছবিতে দাবি করা হচ্ছে যে, মুখ্যমন্ত্রী নাটক করে ক্যামেরার সামনে হুইল চেয়ারে বসে আছেন। আর কালীঘাটে তিনি হুইল চেয়ার ছেড়ে হেঁটে বেরাচ্ছেন।

1b sa

 

আমরা ছবিটি তদন্ত করে এটাই পেয়েছি যে, মুখ্যমন্ত্রীকে নিয়ে যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করছে সেটি সম্পূর্ণ ভুয়ো। ছবিটিকে এডিট করে মুখ্যমন্ত্রীকে এভাবে হেঁটে যেতে দেখানো হয়েছে। ছবিটিতে মুখ্যমন্ত্রীর হেঁটে চলার যেই ছবি দেখানো হয়েছে, সেটিও অনেক পুরনো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মুখ্যমন্ত্রীর হেঁটে যাওয়ার দৃশ্য সম্পূর্ণ ভুয়ো।

সর্বপ্রথম পলিটিক্যাল বাঙালি নামের একটি ফেসবুক পেজ সেই ছবিটি পোস্ট করেছিল। তাঁরা ছবিটি পোস্ট করার দু’ঘণ্টা পর ক্যাপশন এডিট করে লিখেছিল ‘পাশের ছবিটা এডিট করে বসানো ভাই”। নিছকই মজা করার জন্য তাঁদের করা সেই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অনেকেই ঘটনাটিকে সত্য বলে মেনেও নিয়েছে।

1a 1

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর