দুর্ঘটনাতে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী, হামলার কোনও প্রমাণ মেলেনি! রিপোর্ট পেশ পর্যবেক্ষকদের

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর উপর হামলারর কোনও প্রমাণ মেলেনি। ওনার সঙ্গে যা ঘটেছে, সেটা নিছকই দুর্ঘটনা। নির্বাচন কমিশনের তরফ থেকে নিযুক্ত রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এই কথা জানান। নির্বাচন কমিশনের নির্দেশে নন্দীগ্রামে বুধবার সন্ধ্যেবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন ওনারা। সেই রিপোর্টে বলা হয়েছে যে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে আঘাত পান তিনি।

শুক্রবার নবান্নের তরফ থেকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে রিপোর্ট পাঠানো হয় নির্বাচন কমিশনকে। সেই রিপোর্টে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, গাড়ির দরজায় চাপা পড়ে মুখ্যমন্ত্রী আহত হয়েছে। এমনকি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলও একই কথা জানান বলে জানা গিয়েছে। হামলার তত্ত্ব খারিজ করেছিলেন তিনিও। বিভু গোয়েল জানিয়েছিলেন যে, গাড়ির দরজায় কেউ ধাক্কা দিয়েছিল সেটার প্রমাণ মেলেনি।

নবান্নের রিপোর্টে যথেষ্ট তথ্য না থাকায় নিজেদের দুই পর্যবেক্ষককে আলাদা করে রিপোর্ট তৈরি করতে বলেছিল কমিশন। আর সেই রিপোর্ট তৈরি করার জন্য শুক্রবার কমিশনের তরফ থেকে দুই পর্যবেক্ষক ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শনিবার ওনারা নির্বাচন কমিশনের কাছে সেই রিপোর্ট জমা দেন বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সুত্রে।

সেই রিপোর্টে ষড়যন্ত্র, মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেওয়া, মুখ্যমন্ত্রীর উপরে হামলার তত্ত্ব খারিজ করেছেন ওনারা। যদিও ওনাদের রিপোর্টের পর কমিশনের তরফ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর