পঞ্চায়েত ভোটের আগেই চমক! পশ্চিমবঙ্গে ফের নতুন প্রকল্পের ঘোষণা মমতার

বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। শাসক দল থেকে শুরু করে বিরোধীরা সকলেই নেমে পড়েছে আসরে। এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ডান, বাম কোন শিবিরই। এদিকে, একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতেই রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে শাসক দল। তাই পঞ্চায়েত ভোটের আগে নিজেদের হারানো সম্মান পুনরুদ্ধার করার জন্য নানান পরিকল্পনা শুরু হয়েছে শাসকদলের পক্ষ থেকে।

‘নবজোয়ার’ কর্মসূচি থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথোপকথন কোন কিছুর ত্রুটি রাখছে না শাসকদল। এবার মানুষের সমস্যা সরাসরি শুনতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । রাজ্যের মানুষের নানা সমস্যার কথা শুনতে এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্প শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকেই শুরু হবে এই নয়া কর্মসূচি।

মমতার কথায়, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬’টা পর্যন্ত ফোন করে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষরা। তবে, কোন নম্বরে ফোন করতে হবে, তা এখনও জানানো হয়নি। শুক্রবার বাঁকুড়ার পাত্রসায়রের সভায় ভার্চুয়াল মাধ্যমে দেওয়া তাঁর বক্তৃতায় এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

mamata banerjee

প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের আগে একই লক্ষ্যে চালু হয়েছিল ‘দিদিকে বলো।’ হাজারো অভাব অভিযোগ নিয়ে মানুষ এক ফোন কলে সরাসরি পৌঁছে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর দরবারে। সেই কর্মসূচিতে নাকি অভূতপূর্ব সাড়া মিলেছিল, দাবি তৃণমূলের। তার সাফল্য মাথায় রেখেই পঞ্চায়েত ভোটের আগে ফের এই নতুন জনসংযোগ কর্মসূচি আনল ঘাসফুল শিবির।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর