‘যোগ্য’ তালিকা প্রকাশের আগে কমিশনকে বিরাট নির্দেশ মমতার! কথা ব্রাত্যর সাথেও, চাপে SSC

বাংলা হান্ট ডেস্কঃ হাতে সময় খুব বেশি নেই। সর্বোচ্চ আদালতে SSC মামলার (SSC Recruitment Scam) পরবর্তী শুনানি ১৬ জুলাই। তার আগে ত্রুটিমুক্ত তালিকা তৈরি করত স্কুল সার্ভিস কমিশনকে (SSC) নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মুহূর্তে দাঁড়িয়ে চালের মধ্যে থেকে ‘কাঁকর’ বেছে ফেলাই মুখ্য উদ্দেশ্য স্কুল সার্ভিস কমিশনের। ২৫৭৫৩ চাকরিপ্রার্থীর মধ্যে থেকে বাছতে হবে যোগ্যদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য ও অযোগ্য খুঁজতে বুধবার থেকে ঘুম উড়েছে এসএসসির। রাতদিন এক করে চলছে যোগ্য খোঁজার কাজ।

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, যোগ্য প্রার্থী খোঁজার কাজ কতদূর এগোচ্ছে তার নিয়মিত আপডেট রাখছেন মুখ্যমন্ত্রী। লোকসভার ভোটপ্রচারের ব্যস্ততার মাঝেও মমতার মাথায় SSC. এসএসসি ইস্যুতে এই নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী। আলোচনা চলছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথেও। লক্ষ্য একটাই, সর্বোচ্চ আদালতের কাছে যোগ্যদের তথ্য সহ তালিকা তুলে দেওয়া।

প্রসঙ্গত, প্রথমে পাঁচ হাজার অযোগ্য চাকরি প্রাপ্যকের কথা বলেছিল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানির জন্য উঠলে শুনানির প্রথম ভাগে ৭ হাজার প্রার্থীর নিয়োগ অবৈধ বলে মেনে নিয়েছিল এসএসসি। তবে বিকেল হতেই পাল্টে যায় ছবি। শুনানির দ্বিতীয় ভাগে ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ অবৈধ বলে সুপ্রিম কোর্টে জানায় কমিশন।

কমিশন সূত্রে জানা যাচ্ছে, ১৯ হাজার যোগ্য প্রার্থীর লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছেন তারা। যোগ্যদের খুঁজতে মূলত দুটি হাতিয়ার রয়েছে এসএসসির। প্রথমত, ওএমআর শিট সংক্রান্ত তথ্যের ওপর বেসরকারি সংস্থা কাছ থেকে পাওয়া একটি হার্ডডিস্কও রয়েছে তাদের কাছে। পাশাপাশি সংখ্যাতত্ত্বের ওপর তথ্যও রয়েছে। আর এই দুইয়ের ওপর ভিত্তি করেই দ্রুত গতিতে এগোচ্ছে এসএসসি।

Government of West Bengal Mamata Banerjee

আরও পড়ুন: ভোটের মাঝেই উল্টো সুরে শুভেন্দু! তৃণমূলের প্রশংসায় পঞ্চমুখ বিরোধী দলনেতা! তাহলে কি…

এক এসএসসি কর্তার কথায়, ‘এরপর ১৬ জুলাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন আমরা ত্রুটিমুক্ত যোগ্য-অযোগ্যদের প্রার্থী তালিকা পেশ করব। এই নিয়ে যাতে আর কোনও প্রশ্ন না ওঠে সে বিষয়ে আমরা যথেষ্ট সচেতন ও সতর্ক।’

প্রসঙ্গত, গত মাসে কলকাতা হাইকোর্টের হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে SSC ২০১৬ সালের গোটা প্যানেল। নিয়োগে দুর্নীতির অভিযোগে নজিরবিহীন রায় দেয় কলকাতা হাইকোর্টের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় চাকরি যায় ২৫৭৫৩ জনের। হাইকোর্টের রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদও। সেই মামলার শুনানিতেই আপাতত স্বস্তিতে চাকরিহারারা। ১৬ জুলাই পর্যন্ত চাকরি বহাল সকলের। তবে পরবর্তী শুনানিতে তথ্য সহ তালিকা দিতে হবে কমিশনকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর