কোহলিদের বিরুদ্ধে KKR-এর দাপট দেখে অভিভূত মমতা ব্যানার্জি! টুইট করে SRK-র দলকে দিলেন বিশেষ বার্তা

   

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের অন্যতম সেরা একটি পারফরম্যান্স দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে গতকাল ১২ ওভারের মধ্যে ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল নাইটরা। কিন্তু তারপর অসাধারণ প্রত্যাবর্তন করে স্কোরবোর্ডে ২০৪ রান তুলেছিল নাইটদের লোয়ার মিডল অর্ডার। এরপর স্পিনারদের দাপটে ১২৩ রানেই শেষ হয়ে যায় আরসিবির ইনিংস।

কালকের এই জয়ে নায়ক রয়েছে একাধিক তারকা। আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ, দীর্ঘদিন কেকেআরের সাথে যুক্ত থাকা রিঙ্কু সিং, ভারতীয় ক্রিকেটের লর্ড শার্দূল ঠাকুর, কেকেআরের দুই প্রতিষ্ঠিত স্পিনার সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। কিন্তু এদের সকলের পাশাপাশি আলোচনায় উঠে আসছে নাইটদের তরুণ ১৯ বছর বয়সী স্পিনার সুয়াস শর্মার নামও।

এবার গোটা কেকেআরের পারফরম্যান্স দেখে মুগ্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলতি মরশুমের প্রথম হোম ম্যাচে দুর্দান্ত জয় পাওয়ার পর তিনি টুইট করে গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী দাবি করে থাকেন যে তিনি অত্যন্ত বড় ক্রীড়াপ্রেমী এবং প্রায় সমস্ত খেলার খোঁজখবর রেখে থাকেন। তাই তিনি টুইট করে নাইটদের শুভেচ্ছা জানানোয় খুব একটা অবাক হননি কেউই।

টুইট করে মমতা বলেছেন, “আজকের জয়টা খুবই স্পেশাল, কারণ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এটি মরশুমের প্রথম ম্যাচ! কলকাতা নাইট রাইডার্সকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেক খেলোয়াড়ই নিজেদের সেরাটা দিয়েছে। আসন্ন সব ম্যাচের জন্য রইলো শুভকামনা!”

tweet mamata

তবে এই খুশির পরিবেশের মাঝেও বেশ কয়েকটা বিষয় নিয়ে চিন্তা থেকে যাচ্ছে নাইট রাইডার্স শিবিরে। লোয়ার অর্ডার রোজ রোজ বড় রান করে ম্যাচ বাঁচাবে, এমনটা আশা করা উচিত নয়। টপ অর্ডার একেবারেই ছন্দে নেই। তাই পরের ম্যাচ থেকে হয়তো আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজের সাথে জুড়ে দেওয়া হবে ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে। সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন কিউয়ি পেসার টিম সাউদি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর