‘উত্তরপ্রদেশে গিয়ে লিঙ্গ পরিবর্তন মমতার’, কালো পতাকা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্ক : বাংলার পুরভোটে সবুজ ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা। রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে ১০২টিই শাসক দল তৃণমূলের দখলে। এই বিপুল সাফল্যের পরই উত্তরপ্রদেশে অখিলেশের হয়ে প্রচারে নেমেছেন মমতা। বৃহস্পতিবার বারাণসীতে একটি জনসভায় বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছাড়তেই দেখা গেছে তাঁকে। কিন্তু বুধবার মুখ্যমন্ত্রী বারাণসীর মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই সেখানে তাঁকে কালো পতাকা দেখায় বিজেপি। তাঁর গাড়ি ঘিরে চলে বিক্ষোভও। মমতাকে ঘিরে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। সেখানে অবশ্য গাড়ি থামিয়ে রুখে দাঁড়াতে দেখা যায় মমতাকে। এবার এই কালো পতাকা প্রসঙ্গেই মুখ খুলতে দেখা গেল দিলীপ ঘোষকে।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই ইস্যুতে বেশ একহাত নিয়েছেন মমতাকে। কটাক্ষ করে তিনি বলেন, ‘নারী কেন উনি তো বাঘিনী। বাঘিনী আবার নারী হয় নাকি? উত্তরপ্রদেশে গিয়ে ওঁর জেন্ডার চেঞ্জ হয়ে গেল? উনি তো প্রধানমন্ত্রী, রাজ্যপাল সবাইকেই কালো পতাকা দেখিয়েছেন। এবার নিজেও দেখুন কালো পতাকা। বুঝুন কালো পতাকা দেখালে কেমন লাগে।’

এই কালো পতাকা দেখানোকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তা নিয়েও বিঁধতে ছাড়েননি বিজেপি নেতা। তিনি বলেন, ‘কালো পতাকা দেখাতেও লোকজন ঠিক করা হয়েছিল। দিদির কাটমানি খাওয়া ভাইয়েরা রাস্তায় নামবেন। নিজের ঘরে কুকুরও বাঘ হয়ে যায়। উনি যদি জাতীয় নেত্রী হয়ে থাকেন তাহলে সব জায়গায় প্রতিবাদ হোক দেখি।’

অখিলেশের সমাজবাদী পার্টির হয়েই প্রচারে বারাণসী গেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, ‘অখিলেশ যাদবের খেলা শেষ করতেই গেছেন উনি। ওঁর ভাষণ উত্তর প্রদেশের মানুষ কখনওই ঠিকভাবে নেবেন না।’ তিনি আরও বলেছেন, ‘ইউক্রেনে কিছু লোক মারা গেলে ওঁরা রাস্তায় নামতেন। সবাই সুরক্ষিত থাকায় সেই সুযোগটাই পেলেন না। সবাই মোদীজিকে আশীর্বাদ করছেন।’

প্রসঙ্গত, বারাণসীর জনসভায় বিজেপির বিরুদ্ধে কার্যতই যুদ্ধ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুষ্পা স্টাইলেই তিনি জানিয়েছেন, ‘যোগীজি ম্যা ঝুকেগা নেহি।’ রাজনৈতিক বিরোধীতার পাশাপাশি জয় শ্রী রাম স্লোগান নিয়েও বিজেপিকে তোপ দেগেছেন মমতা। বিজেপির জয় শ্রীরাম স্লোগানেরও তুলোধনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কাল আমাকে যেভাবে অপমান করা হয়েছে এর উত্তর মা বোনরা দেবেন। বিজেপি নেতারা জয় শ্রীরাম স্লোগান দেন। কিন্তু কখনও মা সীতার নাম মুখে আনেন না।’

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর