EVM-এ কারচুপি করে অখিলেশকে হারানো হয়েছে! মোদীকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি মমতার

বাংলাহান্ট ডেস্ক : ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে গতকালই। সেখানে দেখা গিয়েছে যে ৪টি রাজ্যেই জয়ী হয়ে সরকার গঠন করবে বিজেপি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতেই শোনা গেল তাঁকে। বাংলায় গোহারা হেরেও লজ্জা নেই এহেন ভাষাতেই এদিন আক্রমণ হানেন তিনি। তাঁর অভিযোগ ইভিএম এ কারচুপির ফলেই বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি।

উত্তরপ্রদেশে ভোট প্রসঙ্গেও বিস্ফোরক হতে দেখা যায় মমতাকে। তাঁর দাবি, ‘অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএম কারচুপি হয়েছে। ফরেন্সিক টেস্ট করা দরকার পুরো ব্যাপারটার। অখিলেশ একাই লড়েছে। বিরোধী ভোট ভাগ হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে অখিলেশের ৩৭% ভোট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ৭৮টি আসন। ৫৪টি আসন হারিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে যেভাবে জিতেছে বিজেপি তাতে তাদের ভালো হবে না।’

এদিন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগে বলেন, ‘কয়েকটা রাজ্যেই জিতে ২০২৪ এর জন্য লাফাচ্ছে। বাংলার গোহারা হেরেও লজ্জা নেই। ইভিএমের কারচুপিতেই জিতেছে বিজেপি।’ ২০২৪ সালের লোকসভা নির্বাচন সম্পর্কেও এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, ‘এ যেন মৃত্যুর আগে ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া। জন্মের আগে অন্নপ্রাশনের দিন ঘোষণা। এখনও তো দু বছর বাকি। কত কী হতে পারে এই দুবছরে!’

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন হুবহু একই সুর শোনা গেছে আইপ্যাক কর্তা ভোট কুশলী প্রশান্ত কিশোরের গলাতেও। একটি ট্যুইটে এই একই কথা লিখেছেন তিনি। ট্যুইটটিতে প্রশান্ত কিশোর লেখেন, ‘দেশ দখলের লড়াই ২০২৪ সালেই হবে। কোনও রাজ্যের ভোটে কিছু নির্ধারণ হয় না। সাহেব তা ভালো করেই জানেন। বিরোধীদের মনোবল ভেঙে দিতে ইচ্ছে করে মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করতে চেষ্টা করা হচ্ছে। তাই এত লাফালাফি। এই মিথ্যের ফাঁদে পা দেবেন না।’

দুজনের গলায় এই একই সুরে কার্যতই ঘোরতর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতির ময়দানে। এই পোস্টে কি তবে ২০২৪ এ মমতারই দিল্লি দখলের ইঙ্গিত দিলেন আই প্যাক কর্তা? ২০২১ সাল অবধিই তৃণমূলের সঙ্গে চুক্তি ছিল আই প্যাক এবং পিকের। ২০২৪ এর জন্য চুক্তি এতদিন অবধি করা হয়নি৷ তবে কি গোপনে তাঁর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি সাক্ষর করে ফেলেছে ঘাসফুল শিবির? এই সমস্ত প্রশ্নকে ঘিরেই উত্তাল জাতীয় রাজনীতি। এবার মমতার গলাতেও কার্যত একই সুরে একপ্রকার অলিখিত শিলমোহর পড়ল এই জল্পনাতেই।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর