পুরুলিয়ার জনসভা থেকে একগুচ্ছ প্রতিশ্রুতি মমতার

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফা ভোটের ( West Bengal Assembly Election 2021 ) আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই শাসকদল তৃণমূল ( TMC ) ফের প্রত্যাবর্তনের স্বপ্নে লড়াইয়ের ময়দানে ঝাঁপ দিয়েছে। প্রধান বিরোধী দল বিজেপিকে ( BJP ) একের পর এক জনসভা থেকে একহাত নিচ্ছেন তৃণমূল নেত্রী ( Mamata Baerjee )। থেমে নেই বিজেপিও। দিল্লি থেকে উড়ে এসে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্বাচনী সভা করে চলেছেন মোদী-অমিত শাহও ( Modi & Amit Shah )। সেই সভা থেকে একাধিক দুর্নীতির অভিযোগে একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছেন তাঁরা।

এদিন পুরুলিয়ায় ( Purulia ) মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি নির্বাচনী জনসভা ( Election Campaign ) করে চলেছেন পরপর। প্রথম সভাটি ছিল পারা বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় সভাটি কাশীপুর ও তৃতীয় সভা রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে। প্রথম সভা থেকেই মমতা টার্গেট করেন বিজেপিকে। বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণের পাশাপাশি, তিনি এদিন পুরুলিয়ার মঞ্চ থেকে একাধিক প্রতিশ্রুতি দেন রাজ্যবাসীকে।

Bengal Election 2021: CM Mamata Banerjee's Public Meeting in Kashipur, Purulia dgtl - Anandabazar

এদিনের প্রতিশ্রুতি গুলির মধ্যে তাৎপর্যপূর্ণ গুলি নীচে তুলে ধরা হল-

● জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি।

● জলের সমস্যা উল্লেখ করে তিনি জানান, নেতুরিয়া, অযোধ্যা আরও ৩ হাজার অধিবাসী জল পাবেন, পুরুলিয়ার ৫০ শতাংশ কাছে জল পৌঁছনো।

● পুরুলিয়ার জলের অভাবে চাষ না হওয়ার জন্য ৫৮ হাজার কোটি টাকা দিয়ে জল স্বপ্ন প্রকল্প।

● বাড়িতে বাড়িতে গিয়ে বিনামূল্যে রেশন সামগ্রী দিয়ে আসা।

● আরও বেশি শিক্ষক নিয়োগ – ডবল টিচার রিক্রুট।

● ১০০ দিনের কাজ বাড়ানো।

● ৭৫ শতাংশ ইউনিট বিদ্যুৎ গ্রাহীতাদের বিদ্যুতের দাম মুকুব।

● বেকারত্ব আরও পঞ্চাশ শতাংশ কমানো। এমনকি সেই হার ৫ শতাংশে নামিয়ে আনা।

● বাইরে থেকে সবাইকে চলে আসার আবেদন। রাজ্যে চাকরির অভাব না হওয়ার প্রতিশ্রুতি।

● তপশিলি আদিবাসীদের ৬০ বছর বয়স হলেই ১০০০ টাকা পেনশন।

● প্রত্যেক বিধবাকে ১ হাজার দেওয়া হবে।

● হোম ট্যুরিজমের জন্য ১০ লক্ষ টাকা লোন। সঙ্গে প্রথম বারের ৫০ হাজার টাকা সুদ।

সম্পর্কিত খবর