দুর্নীতি নিয়ে কড়া মুডে মমতার দল, ত্রান দুর্নীতির জন্য দল থেকে ছাটাই হল ২৫ জন নেতা

বাংলাহান্ট ডেস্কঃ আমফানের (Amphan) ত্রান নিয়ে প্রায় দুর্নীতি চলতেই থাকছে। এবার দুর্নীতি করায় নন্দীগ্রামে দলের ২৫ জন নেতাকে দল থেকে তাড়াল তৃণমূল (TMC)। মঙ্গলবার দলের জেলা স্তরের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন এক পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যও।

আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ ওঠায় নন্দীগ্রামে প্রায় ২০০ জন নেতাকে শোকজ করেছিল তৃণমূল। সেই শো-কজের জবাবের ভিত্তিতে এদিন ২৫ জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় দলের পূর্ব মেদিনীপুর কোর কমিটি।

Mamata angry at25624

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লক এলাকার একজন পঞ্চায়েত প্রধানও। দলের তরফে জাননো হয়েছে, ত্রাণে দুর্নীতি করে থাকলে ছেড়ে কথা বলবে না তৃণমূল। দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেককে শাস্তির মুখে পড়তে হবে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ৮০ জন তৃণমূল নেতা ইতিমধ্যে ত্রাণের টাকা সরকারকে ফেরত দিয়েছেন। আরও ৫০ জন টাকা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও এতদিন চুপ করে ছিল মানুষ। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর পালচা প্রতিবাদ শুরু করেছে মানুষ। তাতেই বাধ্য হয়ে টাকা ফেরত দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটে আগে এভাবে দলের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করলেও হতে পারে হিতে বিপরীত। ভোটের আগে বিরোধী দলে নাম লিখিয়ে তৃণমূলের আরও ক্ষতি করতে পারে বহিষ্কৃতরা।

tmc 5

শাসক হিসেবে তৃণমূলের উত্থানের একেবারে ভিত্তি নন্দীগ্রামের বিভিন্ন পঞ্চায়েত থেকে এধরনের অভিযোগ ওঠায় কার্যত আরও কড়া হয়েছে শাসকদল। স্বজনপোষণের মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত নন, এমন কেউ টাকা পেয়ে থাকলে, তাঁদের থেকে টাকা উদ্ধার করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যথা হলে এফআইআরের হুঁশিয়ারিও দেওয়া হয়। সেদিনই বোঝা গিয়েছিল, দুর্নীতির তকমা ঘোচাতে কতটা মরিয়া শাসকদল।

সম্পর্কিত খবর