একেই বলে ভাগ্য! ফ্লিপকার্ট থেকে iPhone 13 অর্ডার করে iPhone 14 পেলেন ব্যক্তি

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে এখন অনেকেই অনলাইন শপিংয়ের (Online Shopping) ওপরে ভরসা করেন। যার মাধ্যমে মোবাইলের একটি ক্লিকেই আপনার পছন্দের জিনিস পৌঁছে যায় বাড়িতে। মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ কিংবা ফ্রিজ সবকিছুই পাওয়া যায় সেখানে। এমতাবস্থায়, এবার অন্যতম অনলাইন বিপণনকারী ওয়েবসাইট ফ্লিপকার্ট-এ iPhone 13 অর্ডার করে চক্ষু চড়কগাছ হয়ে গেল এক ব্যক্তির।

এমনকি, এই সংক্রান্ত একটি ছবিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেখানে দেখা গিয়েছে, ফ্লিপকার্ট-এ iPhone 13 অর্ডার করে iPhone 14 পেয়ে গেছেন এক ব্যক্তি। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এইরকমই এক ঘটনা এবার সামনে এসেছে।

মূলত, গত ৪ অক্টোবর, DigitalSphereT নামে একজন টুইটার ব্যবহারকারী দু’টি ছবি শেয়ার করেছেন। পাশাপাশি, তিনি সেই টুইটে জানিয়েছেন যে, তাঁর একজন ফলোয়ার ফ্লিপকার্ট থেকে একটি iPhone 13 অর্ডার করেছিলেন। কিন্তু যখন ফোনটি তাঁর কাছে এসে পৌঁছয় তখন তিনি দেখেন যে iPhone 13-এর পরিবর্তে তিনি সদ্য লঞ্চ হওয়া iPhone 14 পেয়েছেন।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই টুইটটি সামনে আসার পরেই তা ক্রমশ ভাইরাল হতে শুরু করেছে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ওই টুইটে ৯ হাজারেরও বেশি লাইক এবং ৫০০-রও বেশি রিটুইট হয়েছে। পাশাপাশি, এই অবাক করা ঘটনায় নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। এই প্রসঙ্গে এক ব্যবহারকারী লিখেছেন যে, এই দু’টি ফোনের এতটাই মিল রয়েছে যে, যে কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে। পাশাপাশি, অন্য এক ব্যবহারকারী কৌতুকের সুরে জানিয়েছেন যে, অ্যাপলও এই দু’টি ফোন দেখে বিভ্রান্ত। এছাড়াও, অনেকে আবার iPhone 13-এর পরিবর্তে iPhone 14 হাতে পাওয়ায় ওই ব্যক্তিকে ভাগ্যবান হিসেবেও বিবেচিত করেছেন।

ল্যাপটপের জায়গায় সাবান আসে: অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে প্রায়শই অর্ডার করা নির্দিষ্ট জিনিসের পরিবর্তে উদ্ভট সব জিনিস হাতে পাওয়ার ঘটনা আমরা শুনতে পাই। কিছুদিন আগেই আহমেদাবাদ আইআইএম-এর ছাত্র যশস্বী শর্মা, ফ্লিপকার্ট থেকে একটি ল্যাপটপ অর্ডার করার সময়, ডেলিভারি বক্সে ল্যাপটপের পরিবর্তে কয়েকটি ঘড়ি সাবান পেয়েছিলেন। এমতাবস্থায়, তিনি ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে এই বিষয়ে অভিযোগ করলেও কোনো লাভ হয়নি। পাশাপাশি, যশস্বী তাঁর ডেলিভারির সিসিটিভি ফুটেজের প্রসঙ্গ উপস্থাপিত করলেও সংস্থাটি “নো রিটার্ন পলিসি”-র উল্লেখ করে ঘটনাটি অস্বীকার করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর