বিশ্বের এক নম্বর শো নির্বাচিত হল নরেন্দ্র মোদী এবং বিয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড, ভাঙল সব রেকর্ড

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিস্কভারি চ্যানেলে জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড” এ বিয়ার গ্রিলস এর সাথে করা একটি এপিসোড রেকর্ড বানিয়ে ফেলল। এই এপিসোড ৩৬ লক্ষ ৯০ হাজার ইম্প্রেশন হাসিল করে নিয়েছে। ইম্প্রেশন হল একটি পরিসংখ্যানের মতই, যার ফলে বোঝা যায় যে, কতজন মানুষ টিভিতে অনুষ্ঠান দেখেছেন, আর কতক্ষণ ধরে দেখাছেন। ম্যান ভার্সেস ওয়াইল্ড এর একটি এপিসোড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিয়ার গ্রলিস উত্তরাখণ্ডের জিম কর্বেট পার্কে শ্যুটিং করেছিলেন। এই স্পেশ্যাল এপিসোড শুধু দেশেই না, বিদেশেও দেখা হয়েছে। আর এই কারণে এই এপিসোড বিশ্বের সবথেকে বেশি দেখা শো হয়ে গেছে।

68970966 1194937190694537 3771563773647650816 n

বিয়ার গ্রিলস ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে ক্যাপশনে তিনি লিখেছিলেন, প্রধানমন্ত্রী মোদীর সাথে করা ম্যান ভার্সেস ওয়াইল্ড এর এপিসোড বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এই শো ৩.৬৯ বিলিয়ন ইম্প্রেশন হাসিল করে নিয়েছে, যেটা বিগত সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিয়ার গ্রিলস ভারত সমেত বিশ্বের সেসব মানুষদের ধন্যবাদ জানিয়েছেন, যারা এই শো দেখার জন্য টিভির সামনে বসে ছিলেন। চ্যানেল ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC) এর পরিসংখ্যান অনুযায়ী, প্রিমিয়ার ইনফোটেইনমেন্ট জোনারের জন্য ৬.১ মিলিয়ন টিউন-ইন এর সাথে সবথেকে বেশি সূচক হাসিল করেছে। যেটা বিগত ৪ সপ্তাহের তুলনায় ১৫ গুন বেশি।

এই শোয়ে বিয়ার গ্রিলস আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেদের মধ্যে অনেক কৌতূহলপূর্বক কথা বলেন, যেটা জনতার কাছে খুব ভালো লেগেছে। বিয়ার গ্রিলস ওই শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে, জিম করবেট ন্যাশানাল পার্ক খুব ঝুঁকিপূর্ণ এলাকা। বিয়ার গ্রিলসের এই কথার জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে, যদি প্রকৃতির বিরুদ্ধে যাও, তাহলে তুমি সবকিছুর মধ্যেই ঝুঁকি দেখবে, তুমি মানুষের থেকেও নিজেকে সুরক্ষিত মনে করবেনা। কিন্তু প্রকৃতির সাথে তালমিলিয়ে চললে, প্রকৃতিকে ভালো বাসলে বনের জন্তুরাও তোমার সঙ্গি হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর