দেবকে শিখিয়েছেন ‘ধোবি পছাড়’, পেটের দায়ে জাতীয় স্তরের কুস্তিগীর আজ অটোচালক

বাংলাহান্ট ডেস্ক: অর্থাভাবে নিজের স্বপ্নকে দূরে ছুঁড়ে ফেলতে দুবারও ভাবে না মানুষ। পেটের দায়ে মনের ইচ্ছাকে দমিয়ে রেখে দুটো পয়সা রোজগারের জন‍্য রাস্তায় নেমে পড়ে কতশত প্রতিভা। এমন নজির বড় কম নেই। কাহিনিটা ঠিক একই রকম শুভদীপ ভৌমিক ওরফে সানির। জাতীয় স্তরের কুস্তিগীর তিনি। কুস্তিতে রাজ‍্যকে সম্মান এনে দিয়েছেন তিনি। তাঁর কাছে কুস্তি শিখেছেন টলিউড অভিনেতা দেবও (dev)। কিন্তু অর্থাভাবে আজ স্বপ্নকে ভুলে অটো চালাতে হচ্ছে সানিকে।

প্রথম থেকেই কুস্তিই সানির ধ‍্যান জ্ঞান। দেশের হয়ে খেলে পদক ঘরে আনতে চেয়েছিলেন তিনি। নিজের লক্ষ‍্যের দিকে এক পা এক পা করে এগিয়েও যাচ্ছিলেন। ২০১৮ তে রাজ‍্যস্তরের প্রতিযোগিতায় নাম উত্তীর্ণ হয়েছিলেন সানি। একেবারে প্রথম স্থান অধিকার করেছিলেন। জাতীয় স্তরে বাংলার মুখ লড়তে গিয়েছিলেন। কিন্তু ফিরতে হয়েছে খালি হাতে। জাতীয় স্তরে পঞ্চম হয়েছিলেন সানি।

1633002194 4
পরবর্তীকালে চাকরি করারও ইচ্ছা হয়েছিল। ভাগ‍্যের ফেরে সেটাও আর হয়নি। তাই জাতীয় স্তরের কুস্তিগীর আজ টালিগঞ্জ যাদবপুর রুটের অটোচালক। আফশোস করে বলেন, ভাল নামটাও কুস্তির সঙ্গে সঙ্গেই হারিয়ে গিয়েছে। রয়ে গিয়েছে অটোচালক সানি।

তবে কুস্তিকে ভুলতে পারেননি তিনি। এখনো প্রশিক্ষণ দেন কুস্তির। সেই সূত্রেই আলাপ ‘গোলন্দাজ’র টিমের সঙ্গে। ছবির জন‍্য দেবকে কুস্তির প্রশিক্ষণ দিয়েছেন সানি। নিজেও কিছুটা অভিনয়ের সুযোগ পেয়েছেন ছবিতে। জানালেন খুব তাড়াতাড়ি শিখে গিয়েছেন দেব।

1633002093 3
বি কম পাশ করেছেন শুভদীপ ওরফে সানি। কিন্তু চাকরি মেলেনি। কুস্তিতে এসেও চাকরির আশা করেছিলেন। তাও ভাগ‍্যে শিকে ছেঁড়েনি। আফশোস করে সানি বলেন, কুস্তি খেলে চাকরির সুযোগ নেইই। কুস্তিতেও আর সুযোগ নেই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর