পঞ্চায়েতের আগেই মন্ত্রিত্ব খোয়ালেন মানস ভুঁইঞা! নিজেই দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। হাতে গোনা কয়েল দিনের অপেক্ষা মাত্র। একদিকে যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকল রাজনীতি দল অন্যদিকে সেই সময়ই নিজের মন্ত্রীপদ হারালেন মানস ভুঁইঞা (Manas Bhunia)। পরিবেশ দপ্তরের দায়িত্ব থেকে সরানো হল বর্ষীয়ান বিধায়ককে।

পরিবেশ দপ্তরের দায়িত্ব মানসের হাত থেকে নিজের হাতে নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে রাখি, একই সাথে পরিবেশ দপ্তর ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্ব ছিল মানস ভুঁইঞার হাতে। তবে এদিন পরিবেশ দপ্তরের দায়িত্ব থেকে সরানোয় তার হাতে পড়ে রইল কেবল জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে নবান্ন তরফে এই রদবদলের কথা জানানো হয়েছে। মানসের হাত থেকে দায়িত্ব কমে হল ১। অন্যদিকে এবার পরিবেশ দপ্তরের দায়িত্বও তৃণমূল সুপ্রিমোর হাতে যাওয়ায় এনিয়ে তার হাতে রইল রাজ্যের মোট ৯ টি দপ্তর। স্বরাষ্ট্র, পুলিশ, পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু-পুনর্বাসন ও পরিবেশ দপ্তর।

প্রসঙ্গত, বিভিন্ন সময় পরিস্থিতি বুঝে রাজ্য মন্ত্রিসভায় রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বার একাধিক সময়ে নিজের হাতে নিয়ে নিয়েছেন অন্যান্য দপ্তরের দায়িত্ব। আর এবারেও ঠিক সেই মতোই মানস ভুঁইঞার কাছ থেকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন।

manas

যদিও পঞ্চায়েত ভোটের মুখে হঠাৎ কেন এই রদবদল তা নিয়ে কোনও মন্তব্য করেনি নবান্ন। তবে অনেকের মতে সম্প্রতি এগরা, বজবজ-সহ একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের কারণে প্রাণ হারিয়েছেন বহু। বিস্ফোরণের ঘটনার পর এগরায় গিয়ে জনগণের রোষের মুখেও পড়েন মন্ত্রী। তবে সেই কারণেই কি পরিবেশ দপ্তরের দায়িত্ব থেকে সরানো হল মানসকে! জোর চৰ্চা রাজনৈতিক মহলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর