UCL জিতে ঐতিহাসিক ট্রেবল সম্পূর্ণ করলো গুয়ার্দিওয়ালার ম্যান সিটি! ইতিহাসের পাতায় হাল্যান্ড, আলভারেজ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইতিহাস সৃষ্টি হয়েছে তুরস্কের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। শনিবারের ফাইনালে ম্যানচেস্টার সিটি পরাজিত করে ইন্টার মিলানকে। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির করা দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে ভর করে নেরাজ্জুরিদের হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ এবং ট্রেবল জিতে নেয় পেপ গুয়ার্দিওয়ালার দল।

ধারাবাহিকভাবে প্রতিভাবান স্কোয়াড গঠন করা এবং ট্রান্সফারের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার ক্ষমতা থাকা সত্ত্বেও, ম্যান সিটি ধারাবাহিকভাবে ইউরোপের শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতায় খারাপ পারফরম্যান্স করেছে। এর জন্য প্রাক্তন বার্সেলোনা কোচ পেপ গুয়ার্দিওয়ালার প্রায়শই গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে অতিমাত্রিক চিন্তাভাবনাকে দায়ী করা হতো।

গতকাল অবশ্য কোনো পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাটেননি তিনি। নিজের সর্বোচ্চ শক্তিশালী দল মাঠে নামিয়েছিলেন। অপরদিকে খাতায়-কলমে অনেক দুর্বল হলেও ইন্টার মিলান ভালোই বেগ দিয়েছিল প্রতিপক্ষকে। হাই প্রেস করে ম্যানচেস্টার সিটির স্বাভাবিক ছন্দ নষ্ট করে দিয়েছিল তারা বহুক্ষণ।

কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সুযোগগুলো নিতে পারেননি ইন্টারের ফরোয়ার্ডরা। চরম হতাশ করেছেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। সিমোনে ইনজাঘির কোচিংয়ে থাকা দলের বাকিরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু গোল আসেনি। ৬৮ মিনিটে সিটের বাম প্রান্ত থেকে একটি আক্রমণ থেকে একটি লুজ বল ছিটকে আসে রদ্রির সামনে। নিখুঁত শটে বলটিকে জালে জড়িয়ে ইন্টারের স্বপ্ন ভেঙে দেন তিনি।

১১ ম্যাচে ১২ গোল করে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তরুণ ফুটবলার এরলিং হাল্যান্ড। নতুন ক্লাবে আসার পর ইপিএল এবং চ্যাম্পিয়নস লিগ দুটি তিনি যেখানে নিলেন শীর্ষ গোলদাতা হিসেবে। আসন্ন ব্যালন ডি’ অরের দৌড়ে বেশ কিছুটা এগিয়ে এলেন তিনি। অপরদিকে একই মরশুমে বিশ্বকাপ জয়ের পাশাপাশি সিটির হয়ে ঐতিহাসিক ট্রেবল জিতে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে ফেললেন তরুণ আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর