মণিপুর কাণ্ডে অভিযুক্তের বাড়ি জ্বালিয়ে দিল জনতা! দোষীদের মৃত্যুর সাজা দেওয়ানোর সংকল্প মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ মণিপুরে দুই মহিলার সঙ্গে ঘটে যাওয়া নরকীয় কাণ্ড আর কারও অজানা নেই। দুই মহিলাকে গণধর্ষণ করে তাদের বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনার পর গোটা দেশেই প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছে। এমনকি রাজনৈতিক পারদও চড়েছে। এরপর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে মুখ খোলেন এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়ার আশ্বাস দেন।

বলে দিই যে, এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর মণিপুর পুলিস অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের তরফ থেকে সেই অপরাধীর ছবি এবং পরিচয় প্রকাশ্যে আনা হয়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে নির্যাতিতার পাশে দেখা যায়। যে নির্যাতিতাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর বড়সড় অভিযান চালিয়ে সেই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, সেই অপরাধীর নাম হুইরেম হেরোডাস মেইতেই। গ্রেফতার হওয়া অভিযুক্ত পেচি আওয়াং লিকাই-র বাসিন্দা। তাঁর বয়স ৩২ বছর।

তবে এখানেই শেষ নয়। এবার ক্ষোভে বড়সড় পদক্ষেপ নিল সেই এলাকার বাসিন্দারা। প্রাপ্ত খবর অনুযায়ী, এলাকাবাসী ক্রোধের বশে মূল অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তবে, সেই সময় সেই বাড়িতে অভিযুক্তের পরিবারের কোনও সদস্য উপস্থিত ছিলেন না। বলে দিই যে, পুলিশ ইতিমধ্যে নির্যাতিতার বয়ান দায়ের করে আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।

অন্যদিকে, এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিং। তিনি দোষীদের উদ্দেশ্যে চরম বার্তাও দিয়েছেন। তিনি এও বলেছেন যে, দোষীদের মৃত্যুর শাস্তি না হওয়া পর্যন্ত তিনি শান্তিতে বসবেন না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর