প্রতিবাদ করে জেল, এবার BJP-তে যোগ বিখ্যাত ইউটিউবার মনীশের! দাঁড়াবেন লোকসভায়?

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে সারা দেশেই বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দামামা। লোকসভা ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠেছে পরিবেশ। এরইমধ্যে একাধিক ঘটনা ঘটছে। BJP থেকে কংগ্রেস সহ বিভিন্ন দল নানান বিষয়ে মন্তব্য করছে, আর তাই নিয়ে চলছে রাজনৈতিক তরজা। সম্প্রতি বিহার থেকে এক বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, বিখ্যাত প্রতিবাদী সাংবাদিক এবং ইউটিউবার মণীশ কাশ্যপ (Manish Kashyap) যোগ দিয়েছেন বিজেপি (Bhartiya Janta Party)তে।

লোকসভা নির্বাচনের নানান ঘটনার মধ্যে গুরুত্বপূর্ন খবর এসেছে বিহার থেকে। সেখানে ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে। বিহারের রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে মণীশ কাশ্যপের বিজেপি যোগ দেওয়া নিয়ে। ইউটিউবে অতি পরিচিত এবং লড়াকু মুখ মনীশ বিজেপিতে যোগ দিলে আখেরে লাভ নরেন্দ্র মোদির (Narendra Modi) দলের। বিহারের মাটিতে শক্ত হবে বিজেপির হাত।

সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, বিজেপির সাংসদ মনোজ তিওয়ারির সাথে পুরো বিষয়টি আলোচনার পরই এই নিয়ে আলোচনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিহারের পশ্চিম চম্পারণ থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে পারেন মণীশ। বর্তমানে বিজেপিতে যোগ দিতে তিনি পৌঁছেছেন দিল্লি। এছাড়া ইউটিউবার মণীশ পশ্চিম চম্পারণ থেকে নিজেকে নির্দল প্রার্থী হিসেবে প্রচারও করছেন।

আরও পড়ুন:জেনারেল টিকিটে AC-তে ওঠার দিন শেষ! যা পদক্ষেপ নিল রেল, শুনে আঁতকে উঠবেন

japa nadada sa mal manashha kashayapa 1d8cac2aec80f93efb45929487e1b722

উল্লেখ্য, এই আসনে মণীশ নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন বিজেপির প্রার্থী সঞ্জয় জয়সওয়ালের বিরুদ্ধে। শুরু থেকেই বেশ পোক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে মণীশকে। দিনরাত প্রচারেই ব্যস্ত তিনি। খবর আসে যে, বিহারের বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি, মণীশ কাশ্যপকে দলে যোগদান করানোর চেষ্টা করেন। এবার দিল্লি গিয়ে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর