‘ভুল করে চলে গিয়েছিলাম’, একজোটে ৫ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার! মুর্শিদাবাদে হচ্ছেটা কী?

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দামামা। বিভিন্ন জেলায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ছড়িয়েছিল জোর অশান্তি। এর এবার আবার মনোনয়ন প্রত্যাহারের হিড়িক। ঘটা করে কংগ্রেস (Congress) থেকে মনোনয়ন দিয়েও প্রত্যাহার করে ফের ফিরলেন তৃণমূলে (TMC)। এমনই চিত্র উঠে এল মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর থেকে।

জানা গিয়েছে রানিনগর-২ নম্বর ব্লকের অন্তর্গত রাজাপুর পঞ্চায়েতের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পাঁচ জন প্রার্থী নিজেদের মনোনয়ন তুলে নেন। সকলের মুখেই একই কথা, “ভুল করে তৃণমূল ছেড়েছিলাম, ভুল বুঝতে পেরে ফিরে এসেছি।” আর এই ঘটনা নিয়েই শোরগোল পরে গিয়েছে গোটা এলাকায়।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজাপুর পঞ্চায়েতের ৩৮ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী প্রহ্লাদ মণ্ডল, ৩৯ নম্বর বুথের প্রার্থী কংগ্রেস প্রার্থী চন্দনা মণ্ডল, ৪১ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী নীপা মণ্ডল, ৪৩ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী সুনীতা মণ্ডল, ৪২ নম্বর বুথের বিজেপি প্রার্থী শম্পা মণ্ডল রানিনগর -২ বিডিও অফিসে গিয়ে নিজেদের নমিনেশন তুলে নেন। পাশাপাশি রানিনগর-২ -এর ২২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থীও এদিন ঘটা করে মনোনয়ন প্রত্যাহার করে নেন।

tmc congress 2

মনোনয়ন প্রত্যাহারের পর ৩৮ নম্বর বুথের যিনি কংগ্রেস প্রার্থী ছিলেন সেই প্রহ্লাদ মণ্ডল বলেন, “আগে তৃণমূল করতাম। নীচু তলার তৃণমূল কর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ায় আমি কংগ্রেসে যোগদান করি। কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলাম। তবে এখন ভুল বুঝতে পেরে মনোনয়ন প্রত্যাহার করে নিলাম।”

যদিও গোটা ঘটনার পেছনে তৃণমূলের ষড়যন্ত্র দেখছে কংগ্রেস শিবির। এই বিষয়ে কংগ্রেস মেতা জাহাঙ্গীর ফকির বলেন, “ওরা হয়ত তৃণমূলের দূত হিসেবেই এসেছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক।” অন্যদিকে স্বাভাবিকভাবেই কংগ্রেসের অভিযোগ মানতে নারাজ শাসকদল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর