জানেন কি এখনো পর্যন্ত ভারত ভেঙে মোট কটি দেশ তৈরি হয়েছে? উত্তর জানলে অবাক হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : আয়তনের দিক থেকে বর্তমানে ভারতবর্ষ (India) পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। কিন্তু একটা সময় ছিল যখন এই ভারতবর্ষের পরিধি অনেক বেশি বিস্তৃত ছিল। হিমালয় থেকে ভারত মহাসাগর, ইরান থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত ছিল ভারতের ভূখণ্ড। ১৮৫৭ সালে ভারতবর্ষের আয়তন ছিল মোট ৮৩ লক্ষ বর্গ কিলোমিটার। সেখান থেকে বর্তমানে ভারতবর্ষের আয়তন দাঁড়িয়েছে ৩৩ লক্ষ বর্গ কিলোমিটারে।

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব সেই দেশগুলি সম্পর্কে যেগুলি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

পাকিস্তান: ভারতবর্ষের স্বাধীনতার সময় ধর্মের ভিত্তিতে দুটি পৃথক রাষ্ট্র গঠিত করা হয়। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারতবর্ষের একটা অংশ ভেঙে তৈরি হয় পাকিস্তান। এরপর ১৯৭১ সালে পাকিস্তানের আরও একটি অংশ ভেঙে তৈরি হয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। বর্তমান পাকিস্তান ও বাংলাদেশ ৭৫ বছর আগেও ভারতবর্ষের অংশ ছিল।

নেপাল: বর্তমান নেপাল দেশের পূর্বতন নাম ছিল দেবধর। এই দেশের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন ভগবান বুদ্ধ। ব্রিটিশরা ১৯০৪ সালে নেপালকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়। নেপাল ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ ছিল সম্রাট অশোক ও সমুদ্রগুপ্তের শাসনকালে।

ভুটান: ব্রিটিশদের সাহায্যেই ভারত ভুটান বিচ্ছিন্ন হয়ে যায়। ১৯০৬ সালে ব্রিটিশদের মাধ্যমেই ভুটান একটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়। ভুটান শব্দের উৎপত্তি সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে যার অর্থ উঁচু ভূমি।

bhutan 1

থাইল্যান্ড: বর্তমানে বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন বান্ধব দেশ থাইল্যান্ড। এই দেশটি ১৯৩৯ সাল পর্যন্ত শ্যাম নামে পরিচিত ছিল। প্রধান শহরগুলির নাম ছিল অযোধ্যা, শ্রী বিজয় ইত্যাদি। আজও এই দেশে বহু মন্দির রয়েছে।

ভিয়েতনাম: পূর্বে ভিয়েতনামের নাম ছিল চম্পদেশ। ইন্দ্রপুর, অমরাবতী ছিল এই দেশের বিখ্যাত সব শহর। এই দেশে এখনো লক্ষ্মী, সরস্বতী, শিব মন্দিরের দেখা পাওয়া যায়।

কম্বোডিয়া: একটা সময় ভারতের অংশ ছিল এই দেশ। এই দেশের মানুষ শিব, বিষ্ণু ও বুদ্ধর পূজা করত। সংস্কৃত ছিল এই দেশের জাতীয় ভাষা। এই দেশের ক্যালেন্ডারে এখন ভারতীয় ভাষায় মাস ব্যবহার করা হয়।

Guardians creatures Wat Ratchaburana Thailand Ayutthaya

শ্রীলঙ্কা: ১৯৩৫ সালে ব্রিটিশ সরকার শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করে দেয়। এই দেশের আগের নাম ছিল সিংহল দ্বীপ। এরপরে এই দেশের নাম হয় সিলন। ভারতীয় সংস্কৃতির সাথে এই দেশের যোগাযোগ বহুদিনের। একটা সময় ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল শ্রীলঙ্কা।

আফগানিস্তান: আফগানিস্তান সম্রাট শাহজাহানের রাজত্বকাল পর্যন্ত ভারতের অংশ ছিল। এরপর রাশিয়া ও ব্রিটেনের মধ্যে গণ্ডামক চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৭৬ সালে। এই চুক্তির পর আফগানিস্তান আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর