পুজোর মধ্যেই হাওড়া থেকে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন! বিপদে পড়ার আগে দেখে নিন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : আজ সোমবার, দুর্গা অষ্টমীর দিন। জেলা থেকে রাজ্যবাসী প্রত্যেকে ব্যস্ত পূজোর ছুটি কাটাতে, আনন্দ করতে, হইহুল্লোড় করতে। অনেকেই এরই মধ্যে পাড়ি দিয়েছে রাজ্যের বাইরে। কেউবা এক এক দিন ট্রেনে করে পাড়ি দিচ্ছে অন্যান্য জেলার ঠাকুর দেখবে বলে। কিন্তু তারই মধ্যে বাধ সাধলো রেল কর্তৃপক্ষ। পুজোর মধ্যেই হাওড়া থেকে বাতিল হলো একাধিক ট্রেন।

রেল সূত্রে খবর ট্রেনের লাইনে পাওয়ার ট্রাফিক ব্লকের কাজ চলবে। আর তারই জেরে বন্ধ থাকবে ট্রেন চলাচল। পাওয়ার ট্রাফিক ব্লকের কাজ চলবে সিঙ্গুর ও নালিকুল অঞ্চলের মধ্যে। পুজোর মধ্যেই আজ ৩ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া তারকেশ্বর লাইনের বেশ কিছু লোকাল ট্রেন। আপ এবং ডাউন উভয়দিকেই বন্ধ থাকবে চলাচল।

Untitled design 2022 06 11T143829.989

পূর্ব রেল সুত্রে খবর, ৩৭৩০৭ আপ হাওড়া হরিপাল লোকাল যেটি হাওড়া থেকে সকাল ৬:৫২ মিনিটে ছাড়ে সেটি বন্ধ থাকবে আগামী নয় অক্টোবর পর্যন্ত। ৩৭৩০৮ হরিপাল হাওড়া লোকাল যেটি সকাল সাড়ে আটটা নাগাদ হরিপাল থেকে রওনা দেয় সেটিও বন্ধ থাকবে।

৩৭৩১৯ হাওড়া তারকেশ্বর আপ লোকাল যেটি হাওড়া থেকে ছাড়ে সকাল দশটা কুড়ি মিনিটে সেটিও বন্ধ থাকবে। বেলা ১: ৩৮ মিনিটে হাওড়া থেকে ছাড়ে হাওড়া তারকেশ্বর আপ লোকাল এটিও বন্ধ থাকবে নয় অক্টোবর পর্যন্ত। ৩৭৩৪৩ আপ হাওড়া তারকেশ্বর লোকাল যেটি রাত আটটা পাঁচ মিনিটে ছাড়ে হাওড়া থেকে সেটিও বাতিল হয়েছে।

৩৭৩০৫ হাওড়া সিংহ লোকাল আপ যেটি হাওড়া থেকে সন্ধে ৭ঃ১৫ মিনিটে ছাড়ে সেই লোকালটিও বন্ধ থাকবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।

এছাড়াও তারকেশ্বর হাওড়া ডাউন লাইনে বাতিল হয়েছে একাধিক ট্রেন। ৩৭৩৩০, ৩৮৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২, ৩৭৪১৪ নম্বর তরকেশ্বর হাওড়া ডাউন লোকাল গুলি বাতিল হয়েছে ।

শেওরফুলি তারকেশ্বর আপ লোকাল সকাল ৫:১৫ মিনিট ও ৮:২৫ মিনিটে যেগুলি ছাড়ে , সেগুলিও বাতিল হয়েছে।

সিঙ্গুর হাওড়া ডাউন লোকাল রাত ৯:০৫ মিনিটে যেটি ছাড়ে , সেটি বন্ধ থাকবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর