প্রাথমিক টেটের দিনেই বন্ধ বহু লোকাল ট্রেন, ঘুরপথে যাবে অনেক এক্সপ্রেসও! রইল তালিকা

বাংলাহান্ট ডেস্ক : আগামী ১১ই ডিসেম্বর রবিবার রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা। দুপুর ১২:৩০টা থেকে বেলা ২:৩০ পর্যন্ত এই পরীক্ষা চলার কথা রয়েছে। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আরও ২ ঘন্টা আগে এসে রিপোর্ট করার কথা জানানো হয়েছে। এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে যখন রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে তখনই টেট পরীক্ষার্থী সহ নিত্য ট্রেনযাত্রীদের রয়েছে এক দুঃসংবাদ এসেছে।

জানা গিয়েছে, ওই দিন ট্রেনের রক্ষনাবেক্ষণের জন্য বেশ কিছু ট্রেন বাতিল হবে। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে করলেন বাতিল থাকার কথা জানানোর পাশাপাশি স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে, ওই দিনই ১৫টি একাধিক এক্সপ্রেস ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হবে। যেসব ট্রেনের কাজ চলবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, বারুইপাড়া এবং চন্দনপুরের ট্রেন। এই ট্রেনের চার নম্বর লাইন তৈরীর কাজ চলবে ওইদিন। সেই জন্য আগামী শনিবার, ১০ই ডিসেম্বর রাত ১১:৩০টা থেকে রবিবার, ১১ই ডিসেম্বর ভোর ৫:৩০টা পর্যন্ত চন্দনপুর স্টেশন প্রায় বন্ধ থাকবে। আর এই কাজের জন্যই বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের মুখ ঘুরিয়ে দেওয়া হবে এবং বন্ধ থাকবে লোকাল ট্রেনের চলাচল।

যে লোকাল ট্রেনগুলি বাতিল হতে চলেছে সেগুলি হলো–

  • হাওড়া থেকে বাতিল: ৩৬৮৫৫ (শনিবার, ১০ই ডিসেম্বর বাতিল হবে)।
  • হাওড়া থেকে বাতিল: (রবিবার, ১১ই ডিসেম্বর) ৩৬৮১১, ৩৬৮১৩ এবং ৩৬৮১৫ লোকাল ট্রেনগুলি বাতিল থাকছে।
  • এছাড়াও, বর্ধমান থেকে বাতিল: রবিবার ১১ই ডিসেম্বর বাতিল থাকবে ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮১৬, এবং ৩৬৮৫৬ লোকাল ট্রেনগুলি।
  • howrah train
যে এক্সপ্রেস ট্রেনগুলির মুখ ঘুরিয়ে দেওয়া হবে, সেগুলি হলো–
  • ১২৩০৭ আপ হাওড়া-যোধপুর এক্সপ্রেস: যে ট্রেন শনিবার যাত্রা শুরু করবে, সেই ট্রেনের যাত্রাপথ ব্যান্ডেল-খানা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
  • ১২৩২১ আপ হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস মেল: ব্যান্ডেল-খানা দিয়ে যাবে ট্রেন। যে ট্রেন শনিবার হাওড়া থেকে ছাড়বে।
  • ১২৩৩১ আপ হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস: যে ট্রেন শনিবার হাওড়া থেকে ছাড়বে, তা ব্যান্ডেল-খানা দিয়ে যাবে।
  • ১৩১৬৫ আপ কলকাতা-সীতামাঢ়ি এক্সপ্রেস: যে ট্রেন শনিবার যাত্রা শুরু করবে, সেই ট্রেনের যাত্রাপথ ব্যান্ডেল-খানা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
  • ১২৯৮৭ আপ শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস: যে ট্রেন শনিবার ছাড়বে, তা ব্যান্ডেল-খানা দিয়ে যাবে।
  • ১২৩৭৭ আপ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস: ব্যান্ডেল-খানা দিয়ে যাবে ট্রেন। যে ট্রেন শনিবার হাওড়া থেকে ছাড়বে।
  • ২২৫০২ ডাউন নিউ তিনসুকিয়া-বেঙ্গালুরু এক্সপ্রেস: শুক্রবার (৯ ডিসেম্বর) যাত্রা শুরু করা ট্রেনকে বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া-সাঁতরাগাছি-অন্ডাল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ব্যান্ডেল, হাওড়া এবং সাঁতরাগাছিতে ট্রেন দাঁড়াবে।

 

  • ১২৩৭০ ডাউন দেরাদুন-এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেস: শুক্রবার যাত্রা শুরু করা ট্রেনকে বর্ধমান-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেবে রেল।
  • ১২৩০৮ ডাউন যোধপুর-হাওড়া এক্সপ্রেস: শুক্রবার যাত্রা শুরু করা ডাউন যোধপুর-হাওড়া এক্সপ্রেসকে বর্ধমান-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
  • ১৩০৭২ ডাউন জামালপুর-হাওড়া এক্সপ্রেস: শনিবার যে ট্রেন যাত্রা শুরু করবে, তা বর্ধমান-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেল।
  • ১২৩৪৬ ডাউন সরাইঘাট এক্সপ্রেস: যে ট্রেন শনিবার যাত্রা শুরু করবে, তা বর্ধমান-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
  • ১২৩৫২ ডাউন রাজেন্দ্রনগর-হাওড়া এক্সপ্রেস: যে ট্রেন শনিবার ছাড়বে, তা বর্ধমান-ব্যান্ডেল দিয়ে যাবে।
  • ১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস: শনিবার যাত্রা শুরু করা ট্রেনকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেবে রেল।
  • ১২৩৪৪ ডাউন হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল: শনিবার যে ট্রেন যাত্রা শুরু করবে, তা ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
  • ১২৩৭৮ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস: যে ট্রেন শনিবার ছাড়বে, তা ব্যান্ডেল দিয়ে যাবে।
Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর