এবার কী AAP-এ ভাঙন? গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন কেজরিবাল! সম্পর্কে নেই অনেক বিধায়ক

বাংলাহান্ট ডেস্ক : এবার ‘অপারেশন লোটাস’-এর (Operation Lotus) ছায়া দিল্লিতেও (Delhi)! AAP-এর বেশ কিছু বিধায়কের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছেনা বলে অভিযোগ করেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। কিছুদিন আগেই মহারাষ্ট্রে হয়েছে পালাবদল। উদ্ধব ঠাকরেকে সরিয়ে ক্ষমতা দখল করেছে একনাথ শিন্ডে (Eknath Shinde)। এবার সেই আতঙ্কে ভুগতে শুরু করেছে AAP ও। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) মন্তব্যে উঠে আসে ‘অপারেশন লোটাস’-এর কথা। তারপর আজই পরিস্থিতি সামাল দিতে নিজের বাসভবনে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ ১১ টা নাগাদ বৈঠক। কিন্তু বেপাত্তা বেশ কয়েকজন বিধায়ক। এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কিত আপ শিবির।

ak

‘বিজেপিতে আসুন। সিবিআই-ইডির সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে।’ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ দিনকয়েক আগেই করেছিলেন দিল্লির উপ-মুখ‌্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সেই দাবি আরও জোরালো হল যখন আম আদমি পার্টির পক্ষ থেকেও যখন একই কথা বলা হয়। আপের তরফ থেলে অভিযোগ করা হয়, শুধুমাত্র সিসোদিয়াই নন, দলের অন্তত চারজন বিধায়ককে ভাঙানোর চেষ্টা করেছে বিজেপি। আর এক্ষেত্রে প্রত্যেক জনকে ২০-২৫ কোটি টাকা পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছে।

আম আদমি পার্টি দাবি করে, বিজেপি দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ অভিযান শুরু করেছে। আপে’র বিধায়কদের দলে টানতে ফোনে যোগাযোগ করা হচ্ছে। বিজেপির উদ্দেশ‌্য একটাই, দিল্লির আপ সরকারকে ধ্বংস করা। গত বুধবারই আম আদমি পার্টির চার নেতা একযোগে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন। আপ নেতা সঞ্জয় সিংয়ের বলেছিলেন, ‘দিল্লির নির্বাচিত সরকার ভেঙে দেওয়ার চক্রান্ত শুরু হয়ে গিয়েছে।’ বিজেপি যেভাবে মহারাষ্ট্রে একনাথ শিন্ডেকে কাজে লাগিয়ে সরকার বদলেছে তেমন ভাবেই দিল্লিতে সিসোদিয়াকেও ব্যবহার করতে চাইছে। আর এর পরই আজ আপ-এর বৈঠকের আগে কয়েকজন বিধায়ক বেপাত্তা হয়ে যাওয়ার জোর জল্পনা শুরু হয়েছে দেশজুড়ে।

kejriwal

কেন হঠাৎ পদ্মর দিল্লি অভিযান? দিল্লির সরকার ভাঙার পিছনে বিজেপির বেশ কিছু উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

১) পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কার্যত মুখ পুড়েছে বিজেপির। সেখানকার কৃষক সমাজেও বিজেপির জনপ্রিয়তা নেই। তাই পাঞ্জাবকে কেন্দ্র করেই লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী আন্দোলন শুরু করতে পারে আপ। তাই লোকসভা নির্বাচনের আগে আপকে একবারে উপরে ফেলতে চাইছে বিজেপি।

২) মোদি ম্যাজিককে থামতে ভারতে এই মুহুর্তে তিনটি নাম উঠে আসছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বাংলা এবং বিহারে ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে ইডি-সিবিআই। দিল্লিতে কেন্দ্রীয় সংস্থা অভিযান করলেও খুব একটা বেশি সুবিধা করতে পারেনি। তাই বিজেপির অস্ত্র ‘অপারেশন লোটাস’। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর