বাতিল বর্ধমান-হাওড়া কর্ড লাইনের বেশিরভাগ ট্রেন! সপ্তাহজুড়ে নাজেহাল হবেন নিত্যযাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শুরু থেকেই বর্ধমান-হাওড়া কর্ড লাইনের (Howrah-Bardhaman Chord line) নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার হতে চলেছেন। আগামী পাঁচদিন অর্থাৎ আজ সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ওই রুটের একাধিক ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ ইতিমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র লোকাল ট্রেনই নয়, বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে।

জানা গিয়েছে, রেলের ফোর্থ লাইন বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে বারুইপাড়া-চন্দনপুর শাখায়। সেই কারণেই বর্ধমান-হাওড়া কর্ড লাইনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৪২টি লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে আপ-ডাউন মিলিয়ে দুটি লাইনেই চলবে না হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস এবং হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। কর্ড লাইন ধরে শিয়ালদহ থেকে বর্ধমানগামী বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও, ফোর্থ লাইনে কাজ চলার কারণে ওই লাইন দিয়ে যাতায়াত করা ৫৬টি এক্সপ্রেস ট্রেনের রুট পাল্টে দেওয়া হয়েছে।

তবে নিত্য যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে নতুন চার জোড়া স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। সোম থেকে শুক্রবার পর্যন্ত এই চার জোড়া স্পেশাল ট্রেন ডানকুনি হয়েই যাতায়াত করবে বলে রেলওয়ে সূত্রের খবর। যদিও রেলের আধিকারিকদের কথায়, যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করেই এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগে থেকেই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ট্রেন বাতিলের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল।

Local Trains Cancelled

সব মিলিয়ে বলা যায়, ফোর্থ লাইনে কাজ চলার জোর জন্য সপ্তাহের শুরু থেকেই সমস্যার মুখোমুখি হতে চলেছেন নিত্য যাত্রীরা। ইতিমধ্যে যাত্রীদের প্রায় সবাই রেলওয়ে কর্তৃপক্ষের এই নয়া সিদ্ধান্তের জন্য ক্ষোভে ফুঁসছেন। যাত্রীদের বক্তব্য, ছুটির দিনগুলিতে এই কাজ করতে পারত রেল। পাশাপাশি শনি, রবিবার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলে কিংবা রুট পরিবর্তন করলে সমস্যা কিছুটা কম হত বলেই তাদের অভিমত। একই সঙ্গে, রেলের তরফ থেকে পুরো বিষয়টি বারবার ঘোষণা করে সকলকে জানানো উচিত ছিল বলেও উল্লেখ করছেন তারা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর