ভারতের এই সব জায়গায় বিয়ে করতে পারবেন একদম ফ্রি-তে! বেঁচে যাবে লক্ষ লক্ষ টাকা

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে বিবাহের অনুষ্ঠান মানেই সেটি হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি ব্যাপার। পাশাপাশি, এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচও হয়। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনটিকে স্মৃতিমুখর করে তুলতে হাত খুলে খরচ করেন সবাই। এমনকি, ভারতীয় বিয়েতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, অন্যান্য দেশে তার চেয়ে অনেক কম খরচে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। এমতাবস্থায়, আজ আমরা বর্তমান প্রতিবেদনে আমাদের দেশের এমন কিছু জায়গার প্রসঙ্গ উপস্থাপিত করব যেখানে বিবাহের ক্ষেত্রে আপনার খরচ হবে একদম শূন্য। হ্যাঁ, শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি।

মূলত, ভারতে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে আপনি নামমাত্র টাকা খরচ করেই আপনার পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করতে পারেন। আসুন আপনাকে সেই জায়গাগুলির কথা বলি।

পার্ক বা বাগান:
একটি পাবলিক পার্ক বা বাগানে যেতে হলে খুব একটা বেশি খরচ করতে হয়না। পাশাপাশি, সেখানেই আপনি একদম কম খরচে বিয়ে সেরে ফেলতে পারেন। সাধারণত মানুষ পিকনিক, আউটিং বা অবসর সময়ে পার্কে সময় কাটাতে আসেন। কিন্তু, আপনি এটিকে অন্যভাবেও কাজে লাগাতে পারেন। পাশাপাশি, এখানকার চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ বিবাহের জন্য একটি ভালো “ডেস্টিনেশন” হয়ে উঠতে পারে। এরপরেও, আপনি যদি মন্ডপ বানাতে চান সেক্ষেত্রে হালকা সাজসজ্জার ব্যবস্থা করতে পারেন। তবে, যেহেতু আপনি পার্কে আসা লোকেদের আটকাতে পারবেন না, তাই বিয়ে করার জন্য এমন একটি সময় বেছে নিন যখন কম লোক থাকে।

সমুদ্র সৈকত:
সমুদ্র সৈকতের নীল জল এবং খোলা আকাশকে সাক্ষী রেখে বিয়ে করতে কে না চায়! এক কথায়, এমন রোমান্টিক পরিবেশ আর কোথাও পাওয়া যাবেনা। এছাড়াও, এখানে বিয়ে করার ক্ষেত্রে খরচ সম্পর্কে চিন্তা করার কোনো দরকার নেই। ভারতে এমন অনেক সৈকত (বিশেষত গোয়াতে) রয়েছে যেখানে আপনি বিবাহের অনুষ্ঠানের ব্যবস্থা করতেই পারেন। তাই, আপনি এখানে পুরোহিতকে সাথে নিয়ে একদম রোমান্টিক স্টাইলে বিয়ে করতে পারেন।

ধর্মীয় স্থান:
ভারতে ধর্মীয় স্থানের কোনো অভাব নেই। মন্দির, গির্জা, মঠের মত অনেক ধর্মীয় স্থান বিভিন্ন প্রান্তে রয়েছে। এমনকি, আপনি আপনার বাড়ির আশেপাশেও অনেক ধর্মীয় স্থান পাবেন। পাশাপাশি, এই ধর্মীয় স্থানে বিয়ে করার জন্য আপনাকে কোনো প্রকার ফি গুণতে হবে না। তাই আপনি নিশ্চিন্তে কোনো একটি আধ্যাত্মিক স্থানে গিয়ে বিয়ে সেরে নিতে পারেন।

স্কুল-কলেজ:
কলেজ বা স্কুল যাই হোক না কেন আপনারা দু’জনে যেখানে পড়াশোনা করেছেন সেখানেও বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। মূলত, স্কুলের মাঠে বা ছাদে অনুষ্ঠানটি করা যেতে পারে। পাশাপাশি, আপনি এই বিষয়ে কর্মকর্তা এবং অধ্যাপকদের সাথেও কথা বলতে পারেন। স্কুল-কলেজের ছুটি চলছে এমন সময়ে বা যে কোনো সপ্তাহান্তে বিবাহ সম্পন্ন করা যেতে পারে।

marriage age

হিল স্টেশন:
আপনার যদি পাহাড়ের প্রতি দারুণ ভালোবাসা থাকে, তাহলে আপনি আপনার তালিকায় হিল স্টেশনগুলিকে বিবাহের “ডেস্টিনেশন” হিসেবে অন্তর্ভুক্ত করতে পারেন। তবে হ্যাঁ, কিছু জনপ্রিয় হিল স্টেশন রয়েছে যেগুলি সিজনের সময়ে পর্যটকদের দ্বারা পরিপূর্ণ থাকে। তাই আপনি ভিড় এড়াতে কিছু অফবিট জায়গাও বেছে নিতে পারেন। যেমন ধরুন, দার্জিলিংয়ের পরিবর্তে, আপনি কার্সিয়াং যেতে পারেন। অথবা মানালির পরিবর্তে আপনি রেওয়ালসারকে বেছে নিতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর