মমতাকে ভোট দিতে পারলেন না প্রশান্ত কিশোর

বাংলা হান্ট ডেস্কঃ  আজ ভবানীপুর সহ বাংলার তিন কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই এক দল আরেকদলের বিরুদ্ধে নানান অভিযোগ করে আসছেন। ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ১৪৪ ধারা ভঙ্গ সহ ২৩টি অভিযোগ করেছিলেন। যদিও, ওনার করা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে ভবানীপুরের খালসা হাইস্কুলে ভুয়ো ভোটার ধরা পড়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি অভিযোগ করে বলেছে যে, তৃণমূল ছাপ্পা ভোট দেওয়ার জন্য গোটা কেন্দ্রে এমন বহু ভুয়ো ভোটার নিয়ে এসেছে। অন্যদিকে, তৃণমূল পাল্টা অভিযোগ করে বলেছে যে, বিজেপি নিজেই ভুয়ো ভোটারদের ধরে নিয়ে এসেছে।

তবে এরমধ্যে সবার মনে প্রশ্ন উঠছে যে, সদ্য বাংলার বাসিন্দা হওয়া প্রশান্ত কিশোরকে। সম্প্রতি তিনি ভবানীপুরের ভোটার হয়েছেন। আজ ওনার ভোট দেওয়ার কথা। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওনাকে ভোট দিতে দেখেনি কেউই। সম্প্রতি ইলেকশন কমিশনের সাইটে ভবানীপুরের ভোটার হিসেবে প্রশান্ত কিশোরের নাম দেখা গিয়েছে। ভবানীপুরের হেলেন স্কুলে ভোট দিতে পারবেন প্রশান্ত কিশোর। ভোটার তালিকায় তাঁর নাম ৯৫০ নম্বরে রয়েছে।

ওই তালিকা সামনে আসার পর চারিদিকে হৈচৈ পড়ে গিয়েছে। বিজেপির তরফ থেকে কটাক্ষও করা হয়েছিল। চারিদিকে এই কাণ্ড নিয়ে শোরগোল পড়ে গেলেও খোদ প্রশান্ত কিশোর এবং তৃণমূল কংগ্রেস এই মামলায় একদম চুপ ছিল। জানা যাচ্ছে যে, পিকে বর্তমানে লম্বা ছুটিতে রয়েছেন। আর সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে ভবানীপুরে আসছেন না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর