দীর্ঘ ১১ বছরের খরা কাটল ভারতের, আফ্রিকার মাটিতে সবাইকে ছাপিয়ে গেলেন ময়ঙ্ক-রাহুল

বাংলা হান্ট ডেস্কঃ  ভারত (India national cricket Team) আর দক্ষিণ আফ্রিকার (South africa national cricket Team) মধ্যে সেঞ্চুরিয়নে (Centurion) চলা প্রথম টেস্ট (Test) ম্যাচে ভারতীয় ওপেনার্সরা কামাল করে দেখাল। ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) আর কেএল রাহুলের (KL Rahul) জুটি প্রথম উইকেটে ১০০ রানের বেশি করেছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি ভারতীয় ওপেনার্স দ্বারা করা তৃতীয় শতকিয় পার্টনারশিপ। খবর লেখা পর্যন্ত ময়ঙ্ক আগরওয়াল ৬০ রান বানিয়ে আউট হয়ে গিয়েছেন, আর কেএল রাহুল নিজের অর্ধশতরান পূরণ করে ক্রিজে রয়েছেন।

২০১০ সালের পর ভারতীয় ওপেনার্স দ্বারা দক্ষিণ আফ্রিকার মাটিতে করা এটাই প্রথম শতকিয় পার্টনারশিপ। শেষবার ২০১০ সালে গৌতম গম্ভীর আর বিরেন্দ্র সহবাগ সেঞ্চুরিয়নে ১৩৭ রানের ওপেনিং পার্টনারশিপ করেছিলেন। যদিও, তাঁরা এটি দ্বিতীয় ইনিংসে করেছিলেন।

তাঁদের এই ইনিংসের পরেও টিম ইন্ডিয়া ২৫ রান আর ইনিংসে হেরে গিয়েছিল। এছাড়াও ওয়াসিম জাফর আর দীনেশ কার্তিক ২০০৭ সালে কেপ টাউনে ১৫৩ রানের ওপেনিং পার্টনারশিপ করেছিলেন। ওই ম্যাচে জাফর ১১৬ রান করেছিলেন। ওই ম্যাচ টিম ইন্ডিয়া ৫ উইকেটে হেরে গিয়েছিল।

ময়ঙ্ক এবং রাহুলের মধ্যে অংশীদারিত্ব ২০১০-র পর দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় ওপেনিং পার্টনারশিপ। গত ১১ বছরে সেহবাগ, মুরালি বিজয়, শিখর ধাওয়ান এবং গৌতম গম্ভীর সহ অনেক কিংবদন্তি এই রেকর্ড করতে পারেননি। এই দুজনের আগে গত ১১ বছরে আফ্রিকার মাটিতে প্রথম উইকেটে ভারতের সবচেয়ে বড় জুটি ছিল সেহবাগ ও বিজয়ের মধ্যে ৪৩ রানের।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর