শুভেন্দু বসায় ভেঙেছিল খাট! নির্যাতিতার পরিবারের হাতে আয়রনের নতুন খাট তুলে দিলো তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ময়নাগুড়িতে নির্যাতিতার বাড়িতে খাট ভেঙে পড়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার পাল্টা হিসেবে এদিন সেই বাড়িতে হাজির হয়ে একটি নতুন খাট কিনে দিয়ে এলো শাসক দল তৃণমূল। এদিন নির্যাতিতার পরিবারের জন্য উপহার হিসেবে আয়রনের তৈরি একটি নতুন খাট তুলে দিতে সশরীরে হাজির হন জলপাইগুড়ির যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। কে এই সৈকত চট্টোপাধ্যায়?

বর্তমানে জলপাইগুড়ি জেলার যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের উত্থান ছাত্র রাজনীতি থেকে। কলেজ থেকেই রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তিনি। কলেজে পড়াকালীন একাধিক বৈচিত্র্যময় কাণ্ডকারখানা ঘটিয়ে সকলের নজরে আসেন আর বর্তমানেও সেই ধারা অব্যাহত রইল।

গতকাল, ময়নাগুড়িতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। বেশ কয়েকজন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নির্যাতিতার বাড়িতে হাজির হন তিনি। এরপর কথা বলার জন্য খাটে বসতে গেলে ঘটে বিপর্যয়। হঠাৎ খাট ভেঙে নিচ পড়ে যান শুভেন্দু বাবু। এরপর দলীয় কর্মীদের সহায়তায় উঠে দাঁড়ান তিনি, তবে এক্ষেত্রে কোনো গুরুতর চোট লাগেনি বলেই জানা যায়। তবে সেই প্রসঙ্গকে হাতিয়ার করে এদিন পাল্টা চাল দিল শাসক দল।

এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নির্যাতিতার বাড়িতে পৌঁছে যান সৈকত চট্টোপাধ্যায় এবং সেখানে হাজির হয়ে রড আয়রনের তৈরি একটি নতুন খাট তুলে দেন পরিবারের হাতে। বেরিয়ে এসে তিনি বলেন, “শুভেন্দু অধিকারী কাল এখানে এসে কি করেছেন, তা সম্পর্কে আমার কোন ধারণা নেই। তবে তিনি এখানে এসে খাট ভেঙে দিয়ে গেছিলেন আর আজ আমি নতুন খাট তুলে দিলাম তাদের হাতে। এছাড়াও পরিবারের ছোট ছেলের পড়াশোনা সমস্ত দায়িত্ব নিয়েছি আমরা।” এছাড়াও তিনি এদিন বলেন, “শুভেন্দু অধিকারী এখন বাংলার গোপাল ভাঁড়। আমাদের পুলিশ প্রশাসনের উপর পরিবারের ভরসা থাকলেও তিনি কোন কারন ছাড়াই সিবিআই তদন্তের খোঁচা মেরে চলেছেন।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর