এই কাজ করলেই আউট হয়ে যাবেন ব্যাটসম্যান! বড়সড় বদল এল ক্রিকেটের নিয়মে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সময়ের সাথে সাথে ক্রিকেটের নিয়মে প্রতিনিয়ত নানান পরিবর্তন হচ্ছে। খেলাটিকে আরও উত্তেজনাপূর্ণ করতে এইসব পরিবর্তন আনা হচ্ছে। এমসিসি (মেলবোর্ন ক্রিকেট ক্লাব) ক্রিকেটের নিয়ম নির্ধারণের বিষয়টি দেখে থাকে। বুধবার ক্রিকেটে কিছু নতুন আইন আনার সিদ্ধান্ত নিয়েছে এমসিসি। এমনই কিছু নিয়ম যা খেলাটিকে আরও রোমাঞ্চকর করে তুলবে, এবার মাকড়িং-এর নিয়মেও পরিবর্তন এসেছে। ক্রিকেটের এই নিয়ম প্রতিনিয়ত বিতর্কের মধ্যে ছিল।

এমসিসি এবার মাকড়িং-এর নিয়মে খুব গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এই আইনটি ঘরে বরাবরই নানান বিতর্ক তৈরি হয়ে এসেছে। এখনও অবধি এটিকে আনফেয়ার প্লে অর্থাৎ স্পোর্টসম্যানশিপের বিরুদ্ধে বিবেচনা করা হত। যে বোলারের মাকড়িং করতেন, সেই বোলারকেও সমালোচনার মুখে পড়তে হতো। কিন্তু এবার থেকে আর তা হবে না, এখন এটিকে ল ৩৮-এ তে স্থানান্তরিত করা হয়েছে অর্থাৎ এখন মাকড়িং রানআউটের অধীনে পড়বে।

mcc

এই নতুন নিয়মও মেলবোর্ন ক্লাব দ্বারা নির্ধারণ করা হয়েছে, যে নিয়ম অনুসারে ব্যাটার বল করার আগে যদি স্ট্রাইকার তার ক্রিজ ছেড়ে এগিয়ে আসে অর্থাৎ, বোলার বল ছাড়ার আগে ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে চলে যায় তাহলে বোলার রান আউট করতে পারবে নিশ্চিতরূপেই। কিন্তু বোলার রান আউট করতে ব্যর্থ হলে আম্পায়ারকে ডেড বল ঘোষণা করতে হবে।

ব্যাটারদের জন্যও একটি নিয়ম বদল করেছে এমসিসি, নতুন নিয়ম অনুযায়ী যে কোনো খেলোয়াড় ক্যাচ আউট হওয়ার পর নতুন মাঠে আসা ব্যাটারই স্ট্রাইক নেবেন। ক্যাচ ধরার আগে প্রান্ত বদল হলেও নিয়মটি একই থাকবে। সেই সঙ্গে বল চকচকে রাখতে লালারসের ব্যবহারও নিষিদ্ধ করছে এমসিসি যা এতদিন শুধু করোনা ভাইরাসের সংক্রমণের ভয়েই করা হয়েছিল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর