করোনার হটস্পট হয়ে ওঠা এলাকা সিল করতে গিয়ে উপদ্রবিদের মারে আহত পুলিশ! গ্রেফতার চার

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার উত্তর প্রদেশের (Uttar Pradesh) মেরঠ (meerut) জেলার শহর করোনার হটস্পট (Hotspot) হয়ে ওঠা জালি কোঠি এলাকাকে সিল করতে যাওয়া পুলিশ আর স্বাস্থ বিভাগের টিমের উপর উপদ্রবিরা হামলা করে দেয়। পুলিশের অফিসারদের গায়েও হাত দেয় অভিযুক্তরা। ঘটনার খবর পেতেই পুলিশ ফোর্স এলাকায় পৌঁছায় আর জনতাকে ছত্রভঙ্গ করে। পুলিশ গোটা এলাকাকে সিল করে দেয়।

corona 17

এই মামলায় পুলিশ মসজিদের ইমাম সমেত চারজনকে গ্রেফতার করে। পুলিশ চারজনকে গ্রেফতার করে জেলে পাঠায়। পুলিশ জানায় চার অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জেলাশাসক অনিল টিঙরা, এসএসপি অজয় সাহানি সমেত প্রচুর পরিমাণে পুলিশফোর্স ঘটনাস্থলে উপস্থিত আছে। উপদ্রবিদের আঘাতে সিটি ম্যাজিস্ট্রেট সুশান্ত জৈন এর হাথে ফ্র্যাকচার হয়। ওনাকে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পুলিশ প্রশাসন আর স্বাস্থ বিভাগ করোনা চেন ভাঙার জন্য যথা সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু চারিদিকে কড়া ব্যবস্থা থাকার পরেও কিছু এলাকায় লকডাউনের পালন করা হচ্ছে না। মেরঠে শুক্রবার মধ্য রাতে চারটি নতুন করোনা ভাইরাসের মামলা সামনে আসে। ওদের মধ্যে তিনজন পজেটিভ জামাতির সদস্য আর তাঁরা মেরঠ জেলার কোঠি শহরের মসজিদে ছিল।

up police

এরপর প্রশাসন ওই এলাকাকে হটস্পট ঘোষণা করে সিল করার প্রস্তুতি নিয়েছিল। শনিবার সকালে পুলিশ প্রশাসন আর স্বাস্থ বিভাগের টিম কোঠি শহরকে সিল করতে পৌঁছায়। সেই সময় কয়েকজন পুলিশের উপর হামলা করে দেয়। এরপর প্রচুর পরিমাণে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর এক ইমাম সমেত চার জনকে গ্রেফতার করে গোটা এলাকা সিল করে দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর