বাংলাহান্ট ডেস্ক: তিনদিন হয়ে গেল নক্ষত্র পতন হয়েছে বাংলা সঙ্গীত জগৎ থেকে। দীর্ঘ রোগভোগের পর হৃদরোগ কেড়ে নিল প্রখ্যাত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রকে (Nirmala Mishra)। দশকের পর দশক ধরে যিনি তাঁর সুরেলা কণ্ঠ দিয়ে ভরিয়ে রেখেছিলেন বাঙালির অন্দরমহলকে, শেষযাত্রায় অনেকটাই একা হয়ে গিয়েছিলেন তিনি।
নামী তারকারা সোশ্যাল মিডিয়াতেই শোকবার্তা জানানোর পর্ব সেরেছেন। উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে খুব কম জনকেই। নব প্রজন্মের সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্তও (Mekhla Dasgupta) শোক প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন। নির্মলা মিশ্রের সঙ্গে কিছু অমূল্য স্মৃতিচারণ করেছেন তিনি।
মেখলা লিখেছেন, ‘২০১১-২০১৩ ডিডি বাংলা এ একটা রিয়েলিটি শো তে প্রথম হয়েছিলাম। অনুষ্ঠানের নাম ছিল “এত সুর আর এত গান” । প্রায় দু’বছর ধরে চলা এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে পেয়েছি নির্মলা মিশ্র, আরতি মুখার্জী, হৈমন্তী শুক্লা, মাধুরী চট্টোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, অভিজিৎ ব্যানার্জী, জয়দেব সাহা , রামানুজ দাশগুপ্ত, সনৎ সিংহ প্রমুখ শিল্পীকে।
তখনকার শোয়ের ধরণ নিয়েও স্পষ্ট কথা বলেছেন মেখলা, ‘সরকারী চ্যানেল, তাই টিআরপি নিয়ে মাথাব্যথা নেই। তাই স্ক্রিপ্ট এরও বালাই ছিল না, ড্রামা ও হতো না, সাজপোশাকেরও চাকচিক্য ছিল না। তবে যেটা হতো , সেটা হলো বিশুদ্ধ গানের প্রতিযোগিতা। বিচারকেরাও নিজস্ব পক্ষপাতহীন মতামত দেবার অধিকার পেতেন। আক্ষরিক অর্থে “রিয়েলিটি” শো।’
মেখলা জানান, যে পর্বগুলিতে নির্মলা মিশ্র বিচারক হয়ে এসেছিলেন সেগুলো আজীবন স্মরণীয় হয়ে থেকে যাবে। কর্মজীবনের নানা গল্প বলতেন, মজার মজার কাণ্ডকারখানা করতেন, কত ধরণের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। স্বাভাবিক কৌতুকবোধ ছিল। সেই মানুষটাই আজ নেই।
আক্ষেপ করে মেখলা লিখেছেন, ‘শেষ কটা বছর খুব কষ্ট পেয়েছেন। প্রতিমা ব্যানার্জী, মান্না দে, নির্মলা মিশ্র এঁদের মতো নিখাদ মানুষজনকে এত কষ্ট পেয়ে কেন যেতে হলো, জানা নেই…. সময় থাকতে থাকতে নিজের আখের গুছিয়ে নিতে না পারলে শিল্পীরা আসলে খুব অসহায়। জলসাঘরের বেলোয়ারী ঝাড়ের মতোন।’
রবিবার দুপুর একটা পর্যন্ত রবীন্দ্রসদনে শায়িত ছিল প্রয়াত সঙ্গীতশিল্পীর মরদেহ। সোশ্যাল মিডিয়ার শোকবার্তার জমায়েত কিন্তু এখানে দেখা যায়নি। শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সঙ্গীতশিল্পী সৈকত মিত্র, মন্ত্রী ফিরহাদ হাকিম, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়রা। বিনোদন দুনিয়ার প্রায় কারোরই দেখা মেলেনি।