মেসি আর আমি মোটেও ভালো বন্ধু নয়, ওর থেকে বেশি ব্যালন ডি’অর জিততে চাই: ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

বর্তমান ফুটবল বিশ্বের দুই মহাতারকা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। এই দুজনের খেলায় মুগ্ধ বর্তমান ফুটবলপ্রেমীরা। এই দুজনের ভক্ত ছড়িয়ে রয়েছে সারা বিশ্ব জুড়ে। কোটি কোটি মানুষের ভালোবাসা রয়েছে এই দুজনের উপর। তাদের ভক্তদের মধ্যে প্রায়ই দেখা যায় লড়াই করতে কে বড় তারকা এটা নিয়েই। অনবরত উত্তপ্ত মত বিনিময় চলতে থাকে দুই তারকা ফুটবলারের ভক্তদের মধ্যে। আর এরই মধ্যে দুই মহাতারকা রোনাল্ডো এবং মেসিকে উয়েফার বর্ষসেরা অনুষ্ঠানে কথা বলতে দেখে গোটা বিশ্বকে চমকে গিয়েছেন।

বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা বা টেলিভিশনে দেখা গিয়েছে মেসি এবং রোনালদো দুইজনের সম্পর্ক নিয়ে নানা মতামত প্রকাশ করতে। আর এরই মধ্যে উয়েফার বর্ষসেরা অনুষ্ঠানে গিয়ে রোনাল্ডো বললেন যে আমাদের দুজনের মধ্যে কোনরকম শত্রুতা নেই। গত 15 বছরে আমরা দুজনই এমন ফুটবলার যারা এই পুরস্কারটি পেয়ে চলেছি। হয়তো আমরা কোনদিন একসাথে ডিনার করতে যাইনি কিন্তু ভবিষ্যতে যে সেটা হবে না তা বলা মুশকিল। অর্থাৎ মেসির সাথে ডিনার করার ইঙ্গিত দিয়ে রাখলেন রোনাল্ডোর। সেই কথা শুনে পাশে বসে থাকা মেসি মুচকি হাসলেন।

   

t08ywt0kqkqde1suwzjt

সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে গিয়ে ক্রিশ্চানো রোনাল্ডো বলেন যে ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে আমাকে এবং মেসিকে একসাথে কথা বলতে দেখে অনেকে অবাক হয়ে গিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। আমরা একে অপরের ভালো বন্ধু নই, কিন্তু আমরা দুজনেই দীর্ঘ কয়েক বছর ধরে বর্ষসেরা অনুষ্ঠান মঞ্চ ভাগ করে নিচ্ছি। সেই সাথে রোনাল্ডো বলেন যখন আমি রিয়েল মাদ্রিদে খেলতাম তখন রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা খেলা আমি খুব উপভোগ করতাম। অর্থাৎ শুধু ফুটবল ভক্তরাই নয় বরং তারা নিজেরাও এই খেলা উপভোগ করতেন। রোনাল্ডো বলেন যে মেসির খেলা দেখে আমি নিজের খেলায় আরও উন্নতি করার চেষ্টা করতাম। মেসিও আমাকে দেখে নিজেকে উন্নত করার চেষ্টা করত। আর এর ফলেই আমরা দুজনে আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি নিজেদের মধ্যে ঠান্ডা লড়াই করে।

এছাড়া ওইদিন রোনাল্ডো বলেন যে, মেসি মনের দিক দিয়ে খুবই ভালো একজন মানুষ। আমি ওনার খেলাকে সম্মান করি, কিন্তু আমি বরাবরই চাই মেসির থেকে বেশি ব্যালন ডি’অর জিততে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর