মেসি হলেন মহাভারতের অর্জুনের মতো ব্যক্তিত্ব! দাবি মুকেশ আম্বানির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: একটা সময় ছিল যখন লিওনেল মেসি (Lionel Messi) একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যর্থতার মুখোমুখি হতেন। কিন্তু গত দুই বছরে পরিস্থিতিটা পুরোপুরি বদলে গিয়েছে। লিওনেল মেসি নিজের ক্লাব কেরিয়ারের সমস্ত কিছুই জিতে ছিলেন। শুধুমাত্র দেশের হয়ে ট্রফি জয় বাকি ছিল। গত দুই বছরে দেশের হয়ে বিশ্বকাপসহ তিনটি ট্রফি জিতে তিনি নিজের কেরিয়ারকে সম্পূর্ণতা দিয়েছেন।

বিশ্বকাপটা (Qatar World Cup 2022) যদি লিওনেল মেসি জিততে না পারতেন তাহলে সেটা তার মত ফুটবলারের কাছে একটা বড় অপ্রাপ্তি হিসেবে থেকে যেত। আর্জেন্টিনার (Argentina) মতো দেশের জন্যেও যদি বিশ্বকাপ অধরা থাকতো তাহলে হয়তো অনেকেই তাকে সর্বকালের সেরাদের তর্কে আনতে চাইতেন না। কিন্তু এখন তিনি গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন। এই তালিকায় শামিল রয়েছেন ভারতের তারকা শিল্পপতি মুকেশ আম্বানিও (Mukesh Ambani)।

২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হবে হেরে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেখান থেকে দমে না গিয়ে নিজেদের লক্ষ্যে অবিচল থেকে একের পর এক ম্যাচ জিততে জিততে শেষ পর্যন্ত ফাইনালে ফ্রান্সকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারিয়ে ট্রফি ঘরে তুলেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। অভিনয় করতে পাশাপাশি নিজের পারফরমেন্সের মধ্যে দিয়ে গোটা দলকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন লিওনেল মেসি। তাই বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে এমনকি কর্পোরেট জগতে তার হার না মানা মানসিকতা উদাহরণযোগ্য হয়ে উঠেছে।

messi vs dutch

যেভাবে এক মুহূর্তের জন্য তিনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি, সেই ঘটনাটি অত্যন্ত পছন্দ হয়েছে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির। তাই ধীরুভাই আম্বানির জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি সভায় নিজের কর্মচারীদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে তিনি মেসিকে অর্জুনের সঙ্গে তুলনা করেন।

মুকেশ আম্বানি তার কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, “মেসি এবং তার দল যেন মহাভারতের অর্জুনের মতো। অর্জুন যেমন পাখির চোখ ছাড়া কিছুই দেখেননি তেমনি মেসিওর নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। এটাই হচ্ছে সাফল্য পাওয়ার মূল মন্ত্র।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর