মরণ বাঁচন ম্যাচে আর্জেন্টিনার ত্রাতা মেসি! মেক্সিকোর বিরুদ্ধে গোল করে ও করিয়ে হয়ে গেলেন নায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ অত্যন্ত চাপ নিয়ে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল মেসির আর্জেন্টিনা। সমর্থকরা অত্যন্ত চিন্তায় ছিলেন। কারণ আজকের ম্যাচে হারলে গ্রূপপর্ব থেকে বিদায় একপ্রকার নিশ্চিত ছিল। পোল্যান্ডের জয়ে চাপ আরও বেড়ে ছিল লিওনের স্কালোনির দলের। কিন্তু শেষপর্যন্ত ম্যাচ শেষে স্বস্তিতে আর্জেন্টাইন ভক্তরা।

আজ দুর্দান্ত গোল করে এবং সতীর্থকে দিয়ে গোল করিয়ে আর্জেন্টিনার ত্রাতা হিসাবে উপস্থিত হলেন সেই লিওনেল মেসি। একটা সময় অবধি খেলা দেখে আর্জেন্টিনার অত্যন্ত অন্ধ ভক্তরাও চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিন্তু ম্যাচের বয়স যখন ৬৪ মিনিট তখন দি মারিয়া কাছ থেকে বল নিয়ে দৌড়ের মধ্যেই একবার গোলরক্ষককে মেপে নিলেন মেসি। তারপর তার জমি ঘেঁষা দূরপাল্লার শট গ্যারোমা ওঁচোয়ার নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে যেতেই আনন্দে লাফিয়ে উঠেন আর্জেন্টাইন সমর্থকরা।

প্রথমার্ধে আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছিল মেক্সিকো। প্রেস করে আর্জেন্টাইন ফুটবলারদের কাজটা আরও কঠিন করে তুলেছিলেন তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে একই গতি বজায় রাখতে না পেরে ডিফেন্সের খোলসে ঢুকে পড়ে তারা। সেই সুযোগে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে আর্জেন্টিনা, যার ফল মেসির গোল।

গোল খেয়ে মেক্সিকো চেষ্টা করেছিল আক্রমণে ওঠার। কিন্তু গোটা ম্যাচে এমি মার্টিনেজকে কেবল একবার পরীক্ষার সামনে পড়তে হয় যেখানে তিনি সফলভাবে উত্তীণ হন। উল্টে ম্যাচের অন্তিম লগ্নে মেসির পাস ধরে বিপজ্জনক ভাবে বক্সে ঢুকে এসে অসাধারণ শটে ফের একবার ওঁচোয়াকে পরাস্ত করেন পরিবর্ত হিসাবে নামা এনজো ফার্নান্দেজ।

এইমুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে গ্রূপের শীর্ষে আছে পোল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে পিছিয়ে তৃতীয় স্থানে সৌদি আরব। পরের ম্যাচে জিতলে গ্রূপ শীর্ষে থেকে নকআউটে যাওয়ার সম্ভাবনা বাড়বে তাদের। ড্র করলে বা হারলে অপেক্ষা করতে হবে মেক্সিকো বনাম সৌদি আরব ম্যাচের ফলাফলের দিকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর