মেসির পেনাল্টি নষ্টের দিনে রিয়ালের খলনায়ক এমবাপ্পে, ইপিএলে গোলে ফিরলেন রোনাল্ডো

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল দুই ইউরোপিয়ান ফুটবল জায়েন্ট, রিয়াল মাদ্রিদ এবং প্যারিস সেন্ট জার্মেইন। সেই ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পর কিলিয়ান এমবাপ্পের দুরন্ত গোলে জয় পেল পিএসজি। শেষ ষোলো পর্যায়ের প্রথম পর্বের খেলাটি অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে, পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেস-এ। চোট কাটিয়ে সফরকারী রিয়াল মাদ্রিদ দলে ফিরেছিলেন তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। অপরদিকে দীর্ঘদিন পর চোট কাটিয়ে প্রথম একাদশে না এলেও স্কোয়াডে ফিরেছিলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

kylian mbappe

ম্যাচের শুরু থেকেই দি মারিয়া, এমবাপ্পের গতি কাজে লাগিয়ে রিয়ালের রক্ষণকে ভাঙার চেষ্টা করতে থাকে পিএসজি। মেসি কিছুটা নীচে নেমে এসে বল সাপ্লাইয়ের কাজ করছিলেন। কিন্তু তার ওপর কড়া নজর রেখেছিল রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো। বেশ কয়েকটি কড়া ট্যাকেল করে তিনি বুঝিয়ে দেন যে মেসির কাজটা একেবারেই সোজা হবে না। কিন্তু নিজের রক্ষণে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে রিয়ালের আক্রমণ দুর্বল হয়ে পড়ে। ভিনিসিয়াস বা বেনজেমা একবারও পিএসজি রক্ষণকে বেকায়দায় ফেলতে পারেননি। প্রথমার্ধ শেষ হয় ০-০ ফলে।

দ্বিতীয়ার্ধে এমবাপ্পে-কে আটকাতে হিমশিম খায় রিয়াল ডিফেন্স। কয়েকবার রিয়াল গোলরক্ষক থিবো কুর্তুয়া কিছু গুরুত্বপূর্ণ সেভ করেন। কিন্তু এমবাপ্পেকে আটকাতে গিয়ে রাইট ব্যাক কার্ভাহাল বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু কুর্তুয়া দুর্দান্ত অনুমানক্ষমতা দেখিয়ে মেসির নেওয়া সেই পেনাল্টি আটকে দেন।

messi courtois

এরপর বাধ্য হয়ে দি মারিয়া-কে তুলে নেইমারকে মাঠে আনেন পিএসজি কোচ পচেত্তিনো। তিনি আসতেই আক্রমণে ঝাঁঝ বাড়ে পিএসজির। রিয়ালকে দেখে মনে হয় তারা আক্রমণ করতে ভুলে গিয়েছে। শেষপর্যন্ত সংযুক্ত সময়ে নেইমারের ব্যাকহিল ধরে অসামান্য দক্ষতায় দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোটা ম্যাচে দুরন্ত গোলকিপিং করা কুর্তুয়ার দু পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে প্রথম পর্বের ম্যাচে পিএসজিকে ১-০ ফলে জিতিয়ে দেন এমবাপ্পে। যোগ্য হিসাবেই ম্যাচ জিতেছে পিএসজি। তবে লড়াই এখনও শেষ হয়নি। কিন্তু দ্বিতীয় পর্বের ম্যাচে রিয়াল নিজের ঘরের মাঠে ক্যাসেমিরোকে পাবে না সাসপেনশনের কারণে। দ্বিতীয় পর্বের ম্যাচে তাই আরও সমস্যায় পড়তে হতে পারে রিয়ালকে। চ্যাম্পিয়ন্স লিগে কাল অপর ম্যাচে পেপ গুয়ার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি ৫-০ ফলে উড়িয়ে দিয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন-কে।

Cristiano Ronaldo 4

অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ ড্রয়ের ধারা কাটিয়ে জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোনাল্ডোর দু জন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে করা দুরন্ত গোল এবং আর এক পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহূর্তের গোলে ২-০ ফলে ব্রাইটনকে হারিয়েছে রেড ডেভিলসরা। এই ম্যাচ জিতে ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে ৪ নম্বরে রইলেন রোনাল্ডোরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর