আজ বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামার আগে মারাদোনার শরণাপন্ন মেসি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি লিওনেল মেসির আর্জেন্টিনার। সৌদি আরবের মতো খাতায়-কলমে অনেক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হেরে বিশ্বকাপে অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। এই হারের ব্যাখ্যা চাইলে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি সাফ জানিয়ে দিয়েছেন যে, যা হওয়ার তা হয়ে গিয়েছে এবং তারা পরবর্তী ম্যাচে নিজেদের মনঃসংযোগ রাখছেন।

নিজেদের পরবর্তী ম্যাচে গ্যারোমা ওঁচোয়ার মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে গ্রুপের আরেকটি দল পোল্যান্ডের সঙ্গে ড্র করে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে মেক্সিকো। রবার্ট লেওয়ানডোস্কির পেনাল্টি বাঁচিয়ে ম্যাচের নায়ক হয়ে গিয়েছিলেন মেক্সিকান গোলরক্ষক। খাতায়-কলমে যদিও আর্জেন্টিনা মেক্সিকোর চেয়ে অনেক এগিয়ে, তবুও আর কোনওভাবেই কোনও প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে চাইছেন না মেসিরা।

সেই হাইভোল্টেজ ম্যাচের আগে মারাদোনার শরণাপন্ন মেসি। দু বছর আগে এই সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মারাদোনা। তার মারা যাওয়ার পর এটিই প্রথম ফুটবল বিশ্বকাপ। আর পাঁচজন সাধারণ আর্জেন্টিনার মানুষের মতনই মারাদোনা সম্পর্কে অত্যন্ত শ্রদ্ধাশীল মেসি নিজেও। তাই আজকে মেক্সিকোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে মারাদোনার ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে হয়তো তার কাছ থেকে আশীর্বাদই চাইলেন তার উত্তরসূরী।

এর আগে মারাদোনার কোচিংয়ে বিশ্বকাপ খেলেছিলেন মেসি। কিন্তু সেইবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। মেসি সেই ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোনও গোল পাননি। তবে তিনি মারাদোনার কোচিংয়ে খারাপ খেলেছিলেন এমনটা বলা যাবে না।

গত সাত বছরে ৪ বার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে মেক্সিকো। এর মধ্যে তিনবারই জয় পেয়েছে লাতিন আমেরিকান দলটি। একটি মাত্র ম্যাচে ড্র হয়েছে তাদের মধ্যে ওই সময় এবং ঐ ম্যাচটিতে গোলও পেয়েছিলেন মেসি। শেষবার দুই দল বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল ২০০৬ সালে। সেইবার তারা মুখোমুখি হয়েছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচে এবং নির্ধারিত ৯০ মিনিটে ১-১ ফলে ম্যাচ শেষ হয় খেলাটি করিয়েছিল অতিরিক্ত ৩০ মিনিট এবং ২-১ ফলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর