পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে হঠাৎই আকাশ থেকে পড়ল “ধাতব বস্তু”! তারপরে যা ঘটল জেনে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: জঙ্গলের মাঝে আচমকাই বিশাল শব্দ! তারপরেই বোঝা গেল আকাশ থেকে সেখানে পড়েছে বিশালাকার ধাতব বস্তু। এদিকে, ততক্ষণে হঠাৎ করে এহেন “অদ্ভুত বস্তু”-র উপস্থিতিতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার গোয়ালতোড় থানার সিওরবনীর জঙ্গল সংলগ্ন গোটা গ্রাম। এমনকি, ওই ঘটনার খবর দ্রুত জানানো হয় পুলিশকেও। তারপরেই সামনে আসে আসল সত্য।

এই প্রসঙ্গে পুলিশের প্রাথমিক অনুমান, ওই ধাতব বস্তু আসলে একটি যুদ্ধবিমানের অংশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশনকে। এদিকে, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে জানা গিয়েছে, সোমবার দুপুরে মহড়া চলাকালীন দু’টি যুদ্ধবিমান উড়ছিল। হঠাৎ সেখান থেকে সন্দেহজনক একটি ধাতব জিনিস জঙ্গলে পড়ে যায়। তারপর বেশ কয়েকবার আকাশে চক্কর লাগায় একটি বিমান।

এদিকে, স্থানীয় বাসিন্দারা ওই বস্তুটি দেখতে পেলে রীতিমতো বোমাতঙ্ক তৈরি হয়। পাশাপাশি, স্থানীয়দের মারফত খবর পায় গোয়ালতোড় থানার পুলিশ। পুলিশ এসে বিষয়টি দেখে সেটির ছবি তুলে নেয়। এই প্রসঙ্গে পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন,” বিষয়টি দেখে কলাইকুন্ডা এয়ার ফোর্সকে খবর দেওয়া হয়। ওনারা জানিয়েছেন এটি ফাইটার জেট মিগ ২৯-এর অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক। কোনো কারণে এটি খুলে গিয়েছে।”

পাশাপাশি, তিনি আরও জানান, “ওনাদের লোকেশন জানিয়ে খবর দেওয়া হয়েছে। ওনারা এসে এটি উদ্ধার করে নিয়ে যাবেন। এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।” এদিকে, ঘটনার প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় বাসিন্দা অজিত মাল জানিয়েছেন, “আমরা দূর থেকে দেখতে পেলাম কয়েকটি বিমান উড়ছিল। হঠাৎ তা থেকে একটা বড় কোনো জিনিস পড়ে গেল। আমরা বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়ি। এই ধরণের জিনিস আমরা কখনও দেখিনি।”

whatsapp image 2023 05 22 at 8.29.57 pm (2)

জানা গিয়েছে, ওই ধাতব বস্তুটি অনুমানিক ১৫ ফুট লম্বা এবং ৪ ফুট ব্যাসের। কোনো কারণে সেটি বিমান থেকে ভেঙে বা খুলে পড়ে যায়। এমতাবস্থায়, এই ধাতব বস্তুটি যদি জঙ্গলের পরিবর্তে লোকালয়ের মাঝে পড়ত তাহলে যে বড়সড় বিপদ হতে পারতো, তা আর বলার অপেক্ষা রাখে না। পুরো ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর