দেশজুড়ে তাপপ্রবাহ, চরম গরমের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দপ্তর জানিয়েছে,শীতের মত এবার গরমের দাপটও থাকবে বেশী। উত্তর ও উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি ভারতের বিভিন্ন অংশে এবার ব্যাপক গরম পড়ার পূর্বাভাস রয়েছে। সারা দেশের ১৮ টি রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি তাপমাত্রা বাড়তে চলেছে রাজস্থান ও গুজরাটে।

২০২০ সালে মার্চ থেকে মে অবধি এই তিন মাসের তাপমাত্রা গড় স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৫ থেকে ১ ডিগ্রী বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের বেশ কয়েকটি জেলায়ও গরম বাড়তে পারে। পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম, পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে গরম পড়বে। আবার বেশকিছু জায়গায় যেমন হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান ও অরুণাচল প্রদেশে তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে।

Weather8

শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে প্রায় একই রয়েছে। তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও, রোদ কিন্তু উঠছে ঝলমলিয়ে। গতকাল তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আজ তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রির আশেপাশেই থাকবে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ নেই। তবে এখনআগামী কয়েকদিন বাড়বে শুধুই তাপমাত্রা। রাতের তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না।

কেউ কেউ মনে করছেন দেশজুড়ে বাড়তি উষ্ণতা কমাবে করোনার প্রকোপ কারন ভাইরাসটি অতিরিক্ত উষ্ণতায় বাচতে পারে না। এই মুহুর্তে তাপমাত্রায় বৃদ্ধিতে সেই সুখবর আছে বলেই মনে করছে তারা। তবে এই মুহুর্তে করোনা ঠেকাতে সোস্যাল ডিস্ট্যান্সিং মেনে চলা ছাড়া আর কোনো উপায় নেই।

সম্পর্কিত খবর