অবশেষে এলো সুখবর, কলকাতাবাসীর জন্য খুলে যাচ্ছে মেট্রো, প্রকাশ্যে এলো সময়সূচি

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে এই মুহূর্তে বন্ধ বেশিরভাগ গণপরিবহন। কড়া বিধি-নিষেধের জেরে সংক্রমণ কিছুটা কমলেও, এখনই সমস্ত বিধি নিষেধ তুলে নেওয়ার পক্ষে রায় দেয়নি রাজ্য সরকার। কিছু ক্ষেত্রে ছাড়ের পরিমাণ বাড়ালেও এখনি গণপরিবহনগুলিকে অনুমোদন দেয়নি তারা। যার জেরে এই মুহূর্তে বন্ধ রয়েছে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবাও। তবে অবশেষে কলকাতা বাসীর জন্য বড় সুখবর দিল রেল। পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। জানানো হয়েছে আগামীকাল থেকে সকালে দশটি এবং বিকেলে দশটি মেট্রো রেল চলবে কলকাতায়। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই আপাতত পরীক্ষামূলকভাবে এই সিদ্ধান্ত নিল রেল।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি চালানো হবে মেট্রো। সকাল ন’টা থেকে শুরু করে সকাল এগারোটা অবধি এই দুটি স্টেশন থেকে আধ ঘণ্টা অন্তর মোট পাঁচটি ট্রেন চলবে। তারপর বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা অবধি আবারও চলবে পাঁচটি করে মোট দশটি ট্রেন। কোভিড কিছুটা কমার পর কলকাতায় এর আগেও চালু হয়েছিল মেট্রো পরিষেবা। যদিও ভিড় নিয়ন্ত্রনে রাখার জন্য জনগণকে পাস ব্যবহার করার বার্তাও দেওয়া হয়েছিল। কোভিড রিপোর্ট নেগেটিভ না থাকলে এই পাস সংগ্রহ করতে পারতেন না কেউই।

আগামীকাল থেকে মেট্রো চললেও আগের মতোই পাসের সিদ্ধান্ত বলবৎ থাকবে। অর্থাৎ মেট্রো উঠতে গেলে আগে থেকে পাস ব্যবহার করতে হবে আপনাকে। রেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে যাত্রীদের মাস্ক ব্যবহার করা আবশ্যক। প্রসঙ্গত উল্লেখ্য ভ্যাক্সিনেটেড ব্যক্তিদের জন্য আগেও বেশ কিছু ছাড় দিয়েছিল রাজ্য। একইভাবে তারাও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন বলে জানা গিয়েছে।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর