লেওয়ানডোস্কির পেনাল্টি বাঁচিয়ে নায়ক ওঁচোয়া, মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ ড্র হওয়ায় স্বস্তিতে আর্জেন্টিনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অমীমাংসিত ভাবে শেষ হলো গ্রূপ সি-এর পোল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ। পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়ে যান মেক্সিকোর তারকা গোলরক্ষক ও অধিনায়ক ওঁচোয়া। এই ফলের কারণে বেশ কিছুটা সুবিধা হয়ে গেল আজ সৌদি আরবের কাছে হারা আর্জেন্টিনার।

ম্যাচে মোটামুটি সমানে সমানে খেলা হলেও বলের দখল বেশি ছিল মেক্সিকোর কাছেই। প্রথমার্ধে যদিও কোন দলই বড় কোন সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধে বলা যায় কিছুটা বিরক্তিকর ফুটবলই উপহার দিয়েছে দুই দল। খেলার মধ্যে খুব বেশি অংশগ্রহণ করার সুযোগ নিয়ে পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি।

কিন্তু দ্বিতীয়ার্ধে নিজের দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন তিনি ৫৮ মিনিটের মাথায়। পেনাল্টি বক্সের ভেতর মেক্সিকোর ডিফেন্ডার হেক্টর মরেনো জার্সি ধরে টেনে তাকে ফেলে দেওয়ার কারণে পেনাল্টি পায় পোল্যান্ড। কিন্তু অসামান্য অনুমান ক্ষমতা দেখিয়ে রবার্ট লেওয়ানডোস্কির সেই পেনাল্টি রুখে দেন তারকা গোলরক্ষক এবং অধিনায়ক গ্যারোমা ওঁচোয়া। পেনাল্টি মিসের পর খেলার তীব্রতা বেড়ে ওঠে। দুই পক্ষই চাপ বাড়ায় কিন্তু নিশ্চিত কোনও গোলের সুযোগ কোনওপক্ষই কিছু তৈরি করতে পারেনি।

এর আগে গ্রুপ ডি-এর তিউনিশিয়া বনাম ডেনমার্ক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অমীমাংসিত হবেই শেষ হয়েছিল সেই ম্যাচটি। দুই দলই গোল করলেও গোলগুলি অফসাইডের কারণে বাতিল হয়েছিল। গতবারের ইউর সেমিফাইনালিস্ট হওয়া ডেনমার্কের বিরুদ্ধে তিউনিসিয়া পয়েন্ট তুলতে পেরে খুশি হবে বলে মনে করেছিল ফুটবলবিশ্বের একটা বড় অংশ। কিন্তু ড্র করে হতাশ দুই পক্ষই। তাদের গ্রুপে রয়েছে গতবারের বিশ্বজয়ী দল ফ্রান্স। তাদের বিরুদ্ধে মাঠে নামার আগে হাতে ৩ পয়েন্ট থাকলে সুবিধাই হতো দুই দলের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর