ছাঁটাইয়ের আবহেও ভারতে বিনিয়োগ করতে মরিয়া সংস্থাগুলি, ১৬ হাজার কোটি টাকা ঢালছে Microsoft

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ছাঁটাইয়ের ঘোষণার কারণে খবরের শিরোনামে উঠে এসেছিল প্রযুক্তিগত ক্ষেত্রের অন্যতম বৃহৎ সংস্থা Microsoft। তবে ঠিক সেই আবহেই এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই তেলেঙ্গানা সরকার গত বৃহস্পতিবার জানিয়েছে যে, Microsoft আরও তিনটি ডেটা সেন্টার (Data Centre) স্থাপনের জন্য মোট ১৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

এমতাবস্থায়, এহেন প্রস্তাবিত কেন্দ্রের মোট সংখ্যা পৌঁছে যাবে ছয়ে। উল্লেখ্য যে, Microsoft ইতিমধ্যেই ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে ২০২২ সালের প্রথম দিকে তিনটি ক্ষেত্র জুড়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য ডেটা সেন্টারের ঘোষণা করে। এমন পরিস্থিতিতে, একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে, এই নতুন ঘোষণার ওপর ভর করে Microsoft-এর মোট ডেটা সেন্টার স্থাপন করা হবে ছয়টি।

   

এই প্রসঙ্গে তেলেঙ্গানার আইটি ও শিল্পমন্ত্রী কেটি রামা রাও জানিয়েছেন যে, আসন্ন প্রকল্পগুলি সুইজারল্যান্ডের দাভোসে মাইক্রোসফ্ট ক্যাফেতে আইটি ও শিল্পের প্রধান সচিব জয়েশ রঞ্জন এবং Microsoft এশিয়ার সভাপতি আহমেদ মাজহারির উপস্থিতিতে আলোচনা করা হয়েছে। আগামী ১৫ বছরের মধ্যে এই বিনিয়োগ করা হবে। এদিকে, সরকারের জারি করা বিবৃতি অনুসারে জানা গিয়েছে, এই প্রতিটি ডেটা সেন্টারের আইটি ক্ষমতা হবে ১০০ মেগাওয়াট।

১০ থেকে ১৫ বছরের মধ্যে স্থাপিত হবে: প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সমস্ত ডেটা সেন্টার পর্যায়ক্রমে স্থাপন করা হবে। তবে, এর জন্য ১০ থেকে ১৫ বছর সময় লাগবে। মূলত, Azure গ্রাহকদের পরিষেবা প্রদান করতে এবং এর ক্লাউড ইনফ্রাকে শক্তিশালী করতে Microsoft-এর জন্য এই ডেটা সেন্টারগুলি খুবই গুরুত্বপূর্ণ। গত বছর, সংস্থাটি একটি বিবৃতির মাধ্যমে বলেছিল যে, তারা ভারতের বৃহত্তম ডেটা সেন্টার স্থাপনের জন্য হায়দ্রাবাদকে বেছে নিয়েছে। পাশাপাশি, মাজহারি একটি সাম্প্রতিক বিবৃতিতে জানিয়েছেন, “হায়দ্রাবাদ আমাদের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার এবং আমরা এখানে বিনিয়োগ চালিয়ে যাব।”

file photo: a microsoft logo is seen in los angeles

ব্যাপক ছাঁটাইয়ের ঘোষণা: একদিকে যখন Microsoft ভারতে ফের ১৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করেছে অন্যদিকে সংস্থাটি ২০২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের শেষের মধ্যে ১০,০০০ জনকে ছাঁটাই করার ঘোষণাও করেছে। একটি ব্লগপোস্টের মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে সংস্থার ভারতীয় সিইও সত্য নাদেলা জানিয়েছেন যে, এটি একটি খুব কঠিন তবে প্রয়োজনীয় সিদ্ধান্ত। এদিকে, Microsoft বলেছে যে তারা মূল কৌশলগত ক্ষেত্রে তাদের বিনিয়োগ বাড়াবে। উল্লেখ্য যে, এরই মধ্যে একাধিক আইটি কোম্পানি নতুন বছরে ছাঁটাইয়ের ঘোষণা করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর