শেষ গণনা, তৃণমূল না বাম! সাংসদ মিমির কোন মামি জিতল? জানুন ফলাফল

বাংলাহান্ট ডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ৩ জায়ের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করলেন ছোট জা। জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর দেখা গেল জয়লাভ করেছেন তৃণমূলের (Trinamool Congress) পুনম চক্রবর্তী। অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর ছোট মামি পুনম। যাদবপুরে তৃণমূল সাংসদ মামির জয় লাভের খবর শুনে তাকে ফোন করে শুভেচ্ছাও জানান।

জলপাইগুড়ির পুরাতন পাণ্ডা পাড়ায় বাস চক্রবর্তী পরিবারের। এলাকায় বেশ নামডাক রয়েছে এই পরিবারের। অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথেও এই পরিবারের আত্মীয়তার সম্পর্ক। এই চক্রবর্তী পরিবারই মিমি চক্রবর্তীর মামা বাড়ি। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পাণ্ডা পাড়ার ১৭/১৫৫ নম্বর বুথ থেকে ভোটে দাঁড়িয়ে ছিলেন এই বাড়ির তিন জা।

মিমির বড়মামি কান্তা কংগ্রেস, মেজোমামি পর্ণা সিপিএম ও ছোটমামি পুনম তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। ফল প্রকাশের পর দেখা গেল এই বুথ থেকে জয়লাভ করেছেন মিমির ছোটমামি পুনম চক্রবর্তী। পরিবারের তিন বউ ভোটের আগেই বলে দিয়েছিলেন রাজনৈতিক দ্বন্দ্ব কখনই প্রভাব ফেলবে না পরিবারের উপর।

Mimi Chakraborty,Panchayat Election,Jalpaiguri,Victory,Result,Trinamool Congress,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

 

ফল প্রকাশের পর পান্ডা পাড়ার চক্রবর্তী বাড়িতে আনন্দ বা দুঃখ, কোনওটারই বিশেষ আঁচ পাওয়া গেল না। পরিবারের তিন বউ জানাচ্ছেন আগে যেমন ভাবে তারা সবাই মিলে সংসার সামলাতেন, তেমনভাবেই সামলাবেন। চক্রবর্তী পরিবারের বউরা জানিয়েছেন তারা বাইরের দ্বন্দ্ব কখনই পরিবারের অন্দরে প্রবেশ করতে দেবেন না।