কারও ব্যাঙ্কে ৩৭৯ কোটি তো কারও লাখের ঘরে! কোটিপতি রাজনীতিবিদদের তালিকায় রয়েছেন মিমি-নুসরতও

বাংলা হান্ট ডেস্ক : কে বলেছে রাজনীতিতে (Politics) থাকলে সুদর্শন, সুপুরুষ হওয়া যায়না? রাজনীতির ময়দানে এমন অনেক মানুষই আছেন যাদের অনেকেই নিজেদের সাফল্য-ব্যর্থতা, জয়-পরাজয়ের পাশাপাশি চেহারার জন্যও পরিচিত। এই দুনিয়ার মানুষরা কেবল কাঠখোট্টা হয় এমন ধারণা অনেকেই পোষণ করেন বটে, তবে এটা যে মোটেও সত্যি নয় তা আজকের প্রতিবেদন থেকেই স্পষ্ট। পাশাপাশি জানাবো তাদের মোট সম্পত্তির (Net Worth) খতিয়ানও। উল্লেখ্য, এই তালিকায় রয়েছে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরত জাহানও (Nusrat Jahan)।

রাঘব চাড্ডা (Raghav Chadha) : কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই সুদর্শন রাজনীতিবিদ। আম আদমি পার্টির মুখপাত্র তিনি। পড়াশোনার কথা বললে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে পড়াশোনা করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হন তিনি। এরপর ইএমবিএ সার্টিফিকেশন কোর্স করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাঘব চাড্ডার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।

   

raghav chadha biography

চিরাগ পাসওয়ান (Chirag Paswan) : ‘মিলে না মিলে হাম’ ছবির হাত ধরে বলিউড ডেবিউ করেছিলেন চিরাগ পাসওয়ান। এই ছবি ফ্লপ হলে আর দ্বিতীয় কোনও ছবিতে অভিনয় করেননি তিনি। কোনো কিছুই ঠেকিয়ে রাখতে পারেনি এই সুপুরুষ চিরাগকে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে যে হলফনামা দেওয়া হয়েছিল তাতে দেখা গেছে চিরাগের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৮৪ লক্ষ ৬৬ হাজার ৬৬ টাকা।

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) : ছোটপর্দা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন মিমি। তারপর একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। মিমির কেরিয়ার হিট ছবির ছড়াছড়ি। সিনেমার পাশাপাশি রাজনীতিতেও তিনি যথেষ্ট সফল। সম্পত্তির কথা বললে, নির্বাচনী হলফনামা অনুসারে তার স্থাবর সম্পত্তির মোট পরিমাণ ছিল ১ কোটি ২৪ লক্ষ ৭০ হাজার টাকা। তার ফ্ল্যাটের মূল্য প্রায় ১কোটি ১৯ লক্ষ ২৮ হাজার ৬৭৫ টাকা।

জ্যোতিরাদিত্য শিন্ডে (Jyotiraditya Shinde) : রাজনীতির ময়দানে যে কয়জন সুদর্শন রাজনীতিবিদ আছেন তারমধ্যে একজন হলেন জ্যোতিরাদিত্য শিন্ডে। মিডিয়া রিপোর্ট বলছে, গোয়ালিয়রে যে প্রাসাদে শিন্ডে পরিবার বসবাস করেন তা প্রায় চার হাজার কোটি দামি। এই প্রাসাদের দরবারে বিছানো রয়েছে বিশ্বের সব থেকে বড় কার্পেট। মিডিয়া সূত্রে খবর, জ্যোতিরাদিত্য শিন্ডের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৭৯ কোটি টাকা।

তেজস্বী সূর্য (Tejasvi Surya) : আরও একজন সুদর্শন, সুপুরুষ রাজনীতিবিদ হলেন বিজেপির যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য। তার তীক্ষ্ণ কটাক্ষের সামনে বিরোধীরাও টিকতে পারেননা। সংবাদমাধ্যম সূত্রে খবর, তেজস্বী সূর্যের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৩.৪৬ লক্ষ টাকা।

tejasvi surya 1 16741099494x3

নুসরত জাহান (Nusrat Jahan) : বাংলা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনীতির ময়দান সব জায়গাতেই ছক্কা হাঁকিয়েছেন নুসরত জাহান। বসিরহাটের সাংসদের কেরিয়ার শুরু হয় ‘শত্রু’ ছবির হাত ধরে। নায়িকার সম্পত্তির কথা বললে, স্থাবর সম্পত্তির পরিমাণ ৯০ লক্ষ ৮৮ হাজার ৩৯১ টাকা। নুসরত জাহান যে ফ্ল্যাটে থাকেন তার মূল্য প্রায় ১ কোটি ৭৬ লক্ষ টাকা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর