এক মঞ্চে বাবুল সুপ্রিয় ও মিমি চক্রবর্তী, একসাথে মেলালেন সুর

কথায় আছে বিপদে পড়লে সব প্রাণী একটা জায়গা চলে আসে। আর এখন করোনা পরিস্থিতিতে সবাই যেন আরো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই অবস্থায় এক জায়গায় পাওয়া গেলো দুই দলের সাংসদ কে। তৃণমূল এবং বিজেপি সংসদরা এক জায়গায় বসে তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন।

জানালেন কিভাবে তারা লক ডাউন কাটাচ্ছেন। তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী জানান তিনি ঘরে বসে নিজের কাজ করছেন। আর পাশাপাশি তিনি ফোন থেকে নিজের সব কাজ ভিডিও কনফারেন্স করে সব কাজ করছে।

IMG 20200425 WA0031

আর বাবুল সুপ্রিয় জানান তিনিও সুরক্ষিত থাকার জন্য ঘরে থেকেই সব কাজ করছেন। পাশাপাশি সবাইকে ঘরে বসে সুস্থ থাকার নিদান দিয়েছেন। আর জানিয়েছেন প্রয়োজন ছাড়া না বেরোতে। এদিন ভিডিও কনফারেন্স এ ছিলেন মোহিত চৌহান তিনি গান গেয়ে নিজের লক ডাউনের অভিজ্ঞতা জানান। এমনকি এদেশের মানুষের কোথা ভেবে এখন সবাইকে ঘরে থাকার কথা বলেন তিনি। পাশাপাশি এদিন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় এসে মিমির কথা বলেন প্রথমেই মিমির এবং মোহিত এর প্রশংসা করার কথা তিনি বলেন। পাশাপাশি মিমির রান্নার প্রশংসা করেন আর সবাইকে বাড়িতে থাকার নিদান দেন। সবাইকে বাড়িতে থাকার পাশাপাশি তিনি গান শোনান।

নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।

সম্পর্কিত খবর