১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানের পাঠানো উচিত ছিল: বিজেপি সাংসদ গিরিরাজ সিং

পূর্বসুরির নাকি ভুল হয়ে গেছে এমনটাই জানিয়েছে গিরিরাজ।কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ বুধবার একটি জনসভায় দাড়িয়ে বলেন, “দেশের জন্য আমাদের প্রতিজ্ঞা করার সময় এসে গিয়েছে। ১৯৪৭-এর আগেই জিন্না একটি ইসলাম রাষ্ট্রের কথা বলেছিলেন। সেইসময় যদি সব মুসলিমদের সেই দেশে পাঠিয়ে, হিন্দুদের এখানে নিয়ে আসা হত, তাহলে আজকে এই অবস্থা হত না। আমাদের পূর্বসূরীদের একটা বড় ভুল হয়ে গিয়েছে।”AG 15এর আগে সাহারানপুরে গিয়ে দেওবন্দকে ‘আতঙ্কবাদের উৎস’ বলে উল্লেখ করেন গিরিরাজ। এখানে শেষ নয় তিনি আরও বলেন, “এরা সিএএ বিরোধী নয়, এরা ভারত বিরোধী। এটা একধরনের খিলাফৎ আন্দোলন।” দাবি করেন, হাফিজ সইদ থেকে শুরু করে বিশ্বের সমস্ত মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা দেওবন্দ থেকেই এসেছে।

এর আগে এনআরসি, সিএএ, এনপিআর নিয়ে বিজেপির নেতাদের একাধিক মন্তব্যে জেরবার হতে দেখা গিয়েছে বর্তমান পরিস্থিতিকে । গিরিরাজের এই বক্তব্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তাঁকে ডেকে সতর্ক করেন।কারন একের পর এক মন্তব্যে সে বার বার জড়িয়ে পরছে ।তার থেকে পিছু ছাড়ানোর বদলে আরও বেশি করে সেই নিয়ে সমস্যা বাড়ানো হচ্ছে ।

সম্পর্কিত খবর