বড় বিপদে মিচেল মার্শ, বিশ্বকাপে পা রেখে ছবি তুলে ভারতীয়দের অনুভূতিতে আঘাত! দায়ের হলো অভিযোগ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত রবিবার নিজেদের কাঙ্খিত লক্ষ্যের অত্যন্ত কাছাকাছি পৌঁছেও ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপ ট্রফি (World Cup Trophy) স্পর্শ করার সুযোগ পায়নি। গোটা বিশ্বকাপ (2023 ODI World Cup) জুড়ে নিখুঁত ক্রিকেট খেলার পর অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে মাঠে উপস্থিত ১১ জনের পাশাপাশি গোটা ভারতের সকল ক্রিকেট সমর্থকদের মন ভেঙে খানখান হয়ে গিয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) কান্না ভেজা মুখের পাশে অস্ট্রেলিয়ার (Australian Cricket Team) অধিনায়ক প্যাট কামিন্সের উজ্জল হাসিমুখ দেখে সেইদিন কষ্ট পায়নি এমন ভারতীয় খুঁজে পাওয়া যাবে না।

indian cricket team worried

শুরুতে দুর্দান্ত ছিল ভারত:

ওই ফাইনালে টসে হেরেও প্রথমে ব্যাটিং করতে নেমে রোহিত শর্মা এবং বিরাট কোহলি শুরুটা ভালো করেছিলেন। কিন্তু রোহিত শর্মা ৪৭ রানের ব্যক্তিগত স্কোরে আউট হওয়ার পর থেকে রানের গতি কমতে শুরু করে। এরপর বিরাট কোহলি ৫৪ রান করে দুর্ভাগ্যবশত ড্রেসিংরুমে ফিরতেই বোঝা যায় যে ভারতীয় দল খুব বড় কোনও স্কোর তুলতে পারবে না। শেষপর্যন্ত ভারতীয় দল কেবলমাত্র ২৪০ রানের স্কোর খাড়া করতে পেরেছিল।

আশা জাগিয়েও ব্যর্থ:

রান তাড়া করতে নেমে শুরুতে বুমরা ও শামি অস্ট্রেলিয়ার টপ অর্ডারে আঘাত হেনেছিলেন। ৪৭ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে প্রবল বিপত্তিতে পড়ে গিয়েছিল অজিরা। কিন্তু কিছু মাত্রায় শিশির পাত্র পরবর্তীতে পিচটাকে ব্যাটিংয়ের পক্ষে অনুকূল করে তুলেছিল। ভারতীয় দলকে আর কোনওরকম সুযোগ না দিয়ে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান আগ্রাসী ওপেনার ট্র্যাভিস হেড এবং ধীরস্থির মার্নাস লাবুশানে।

আরও পড়ুন: বিশ্বকাপে সৌরভকে ছুঁয়েও তার নাগাল পেতে ব্যর্থ হয়েছেন রোহিত! ২০ বছর ধরে একাই আছেন মহারাজ

পায়ের নীচে বিশ্বকাপ:

কিন্তু সেইদিন ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর একটি ছবি অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম থেকে সকলের সামনে আসে। বিশ্বকাপ ট্রফির ওপর উদ্ধতভাবে দুই পা তুলে আরাম করে সোফায় এলিয়ে বসে রয়েছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh)। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভারতীয় ভক্তরা তার সমালোচনা করেছেন। ট্রফি রোহিত শর্মা, বিরাট কোহলিদের হাতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভারতীয় সমর্থকরা। তার এইরকম পরিণতি দেখে অনেকেই দুঃখ পেয়েছেন। কেউ কেউ বলেছেন যে কোনও জিনিস অতিরিক্ত পরিমাণে পেয়ে গেলে মানুষের কাছে আর তার দাম থাকে না। অস্ট্রেলিয়াড ড্রেসিংরুমে বিশ্বকাপ ট্রফির তাই এই অবস্থা হয়েছে। ট্রফিটা ভারতের হাতে উঠলে অনেক যত্নে থাকতো এবং পায়ের তলায় না থেকে তার জায়গা হতো ক্রিকেটারদের মাথার ওপরে।

marsh sharma

আরও পড়ুন: রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ এক করে দিলো ভারত ও পাকিস্তানকে! জানুন কেন;

মার্শের বিরুদ্ধে FIR:

অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের এমন আচরণের পর উত্তরপ্রদেশের আলীগড়ে তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এই অভিযোগটি দায়ের করেছেন আরটিআই কর্মী পন্ডিত কেশব। তিনি অভিযোগ করেছিলেন যে বিশ্বকাপ ট্রফিতে পা রেখে ফটো তুলে মার্শ ভারতীয় ক্রিকেট দলের ভক্তদের অনুভূতিতে আঘাত করেছেন। এর পাশাপাশি তিনি অভিযোগের একটি কপি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে অনুরোধ করেছেন যাতে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের আর ভারতে ক্রিকেট খেলতে দেওয়া না হয়।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর