শুধু জড়াজড়ি করেই ‘ছোট হালুম’! সিড-মিঠাইয়ের ঝটিতি রোম‍্যান্স দেখে দর্শকদের ‘দিল মাঙ্গে মোর’

   

বাংলাহান্ট ডেস্ক: টিআরপি দ্রুত কমছে ‘মিঠাই’ (Mithai) এর। সেরা পাঁচ থেকে অনেকদিন আগেই ছিটকে গিয়েছে মোদক পরিবার। সেরা দশে টিকে থাকার শেষ চেষ্টা বজায় রয়েছে। টুইস্টের জন‍্য একসময় জনপ্রিয় ছিল মিঠাই। গল্পে অভাবনীয় সব চমক এনে পড়তে থাকা টিআরপিও বাড়িয়ে নিতেন নির্মাতারা। সঙ্গে সিড মিঠাই এব‌ং হল্লা পার্টির সদস‍্যরা তো রয়েছেই।

কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে কোনো চমকই কোনো কাজে লাগছে না। উপরন্তু নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’র কোপে মিঠাইয়ের স্লট বদলানোর খবরে আরোই মুষড়ে পড়েছেন দর্শকরা। সোশ‍্যাল মিডিয়ায় চ‍্যানেলের অফিশিয়াল পেজ এবং সিরিয়ালের ফ‍্যানপেজগুলিতে বিচারের দাবিতে সরব হয়েছেন ভক্তরা।

Mithai director
টিআরপি বাড়াতে এবং দর্শক ফেরাতে তাই ‘সিধাই’ মোমেন্টের দিকে মন দিয়েছে নির্মাতারা। আপাতত সিরিয়ালের গল্প অনুযায়ী, ‘ছোট হালুম’ আনার পরিকল্পনা করছে সিড মিঠাই। কিছুদিন আগেই হালুম তার বাবা মায়ের সঙ্গে বিদায় নিয়েছে মনোহরা থেকে। কিন্তু এতদিন তাকে সঙ্গে সঙ্গে রেখে মায়ায় জড়িয়ে গিয়েছে মিঠাই রানী।

মনোহরাও এতদিন একটা বাচ্চার হুটোপুটির শব্দে মেতে থাকত। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগায় আর তুফান মেলের মুখে হাসি আনতে ফ‍্যামিলি প্ল‍্যানিংয়ের সিদ্ধান্ত নেয় সিড। তা দুজনের রোম‍্যান্সটাও হয়েছে তুফানমেলের গতিতেই। এই শুরু তো এই শেষ! কখন যে সকাল হয়ে গেল তাও কেউ বুঝতে পারল না!

Mithai sid
পর্ব শেষেই সোশ‍্যাল মিডিয়ায় ভিড় করে ক্ষোভ উগরে দিলেন দর্শকরা। একটু জড়িয়ে ধরেই রোম‍্যান্স শেষ? এইভাবে আসবে ছোট হালুম! সকাল হতে মিঠাইয়ের কপালে লেপটে থাকা সিঁদুর দেখিয়েই রোম‍্যান্স পর্ব শেষ করেছেন পরিচালক। কিন্তু দর্শকরা তো ছাড়নেওয়ালা নয়।

রীতিমতো ট্রোল শুরু করে দিয়েছেন তারা। কেউ লিখেছেন, এদের রোম‍্যান্সের ঠেলাতেই সিরিয়াল বন্ধ হওয়ার জোগাড়। আবার কারোর মতে, দেখে বোঝা দায় যে এরা স্বামী স্ত্রী। অনেকে আবার সৌমিতৃষা আদৃতের অনস্ক্রিন ঠাণ্ডা লড়াইকেও দায়ী করেছেন ঘনিষ্ঠতার অভাবের জন‍্য। আবার কারোর মতে, দৃশ‍্যটা সব বয়সের দর্শকদের জন‍্য মানানসই রাখতেই এমনটা করেছেন পরিচালক। কিন্তু সিধাই ভক্তরা মানতে নারাজ। এমন করলে টিআরপিও উঠবে না, বক্তব‍্য দর্শকদের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর