প্রাক্তন টপারের এ কী হাল! স্লট চেঞ্জের পর এই মাসেই শেষ হয়ে যাচ্ছে ‘মিঠাই’!

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে জি বাংলার ‘লংগেস্ট রানিং সিরিয়াল’ মিঠাই (Mithai)। ইতিমধ্যেই দু বছর পার করে ফেলেছে এই সিরিয়াল। মোদক বাড়ির বউমাকে ভালবাসেনি এমন সিরিয়াল প্রেমী বাংলায় নেই বললেই চলে। সেই কারণেই সবথেকে দীর্ঘ সময় ধরে বাংলা সেরার তকমা ধরে রাখতে সক্ষম হয়েছিল মিঠাই। তবে সবসময় সবার সময় সমান যায় না। উপরন্তু প্রতিযোগিতার দৌড়ে টিআরপি এক রকম ভাবে ধরে রাখা কোনো সিরিয়ালের পক্ষেই সম্ভব নয়।

প্রথম স্থান থেকে ছিটকে গিয়েছে মিঠাই। তারপর এক সময় সেরা দশ থেকেও। কিন্তু কয়েক মাস পরেই অন্য সিরিয়ালগুলি যেখানে টিআরপি খুইয়ে প্রায় হারিয়েই যায় সেখানে মিঠাই দু বছর পরেও ভাল টিআরপি তুলছে। এমনকি মাঝে সেরা দশ থেকে ছিটকে গেলেও আবার টিআরপি বাড়িয়ে টপ টেনে এসে ঢুকেছিল মিঠাই। সবথেকে বড় কথা, স্লট বদলে যাওয়ার পরেও দাপটের সঙ্গে স্লট লিডার হয়ে চলেছে এই মেগা।

mithai mishti

কিন্তু তাতেও বোধকরি শেষরক্ষা হল না। হঠাৎ করেই মিঠাই শেষের গুঞ্জন তুঙ্গে উঠেছে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই বিদায়ের ঘন্টা বাজতে চলেছে সিরিয়ালে। এমনটা অবশ্য এর আগেও একাধিক বার শোনা গিয়েছিল। তবে নতুন খবর বলছে, আগামী এপ্রিল মাসেই শেষ হয়ে যাবে মিঠাইয়ের সফর।

গুঞ্জনে সত্যি কতটা আর ভেজালই বা কতটা? প্রশ্ন উঠতেই পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস বলেন, গত এক বছর সবার মতো তিনিও শুনে আসছেন যে মিঠাই শেষ হয়ে যাচ্ছে। মাঝখানে টিআরপি যখন কমে গিয়েছিল তখনো অনেকে একই প্রশ্ন করেছেন। তাঁর কথায়, চ্যানেলের তরফে যতক্ষণ না কিছু জানানো হচ্ছে ততক্ষণ তিনি কিছুই বলতে পারছেন না। তবে প্রতিটি সিরিয়াল শুরু হলে শেষ হবেই।

কটাক্ষ শানিয়ে পরিচালক বলেন, করুণাময়ী রানী রাসমণিও শেষ হয়ে যাওয়ার গুঞ্জন নিয়েই প্রায় চার বছর চলেছিল। আর এখন নতুন সিরিয়াল আসছে শুনলেই সবাই আগে মিঠাইয়ের শেষ হওয়ার চিন্তা করে। সিরিয়ালেরও এক সদস্য স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, মিঠাই শেষ হওয়ার কোনো খবরই তাদের কাছে নেই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর