অসাধ‍্য সাধন ‘মিঠাই’য়ের, বাংলা সিরিয়ালের ইতিসাসে নতুন রেকর্ড গড়ল মোদক পরিবার! উচ্ছসিত ভক্তরা

বাংলাহান্ট ডেস্ক: গোপাল হেলেপ, গোপাল হেলেপ! এতদিন ধরে এভাবেই প্রার্থনা করছিল ‘মিঠাই’ (Mithai) ভক্তরা। সিরিয়াল যেন আবার আগের জায়গা ফিরে পায়, মিঠাইয়ের গোপালের কাছে এই একটাই দাবি ছিল না দর্শকদের। তা গোপাল মুখ তুলে চেয়েছেন। একটানা প্রতিযোগীতা থেকে ব‍্যাকফুটে থাকার পর এক সপ্তাহেই খেলা ঘুরিয়ে দিয়েছে মিঠাই।

বেশ কয়েক সপ্তাহ ধরেই মিঠাইয়ের ভাগ‍্যটা খারাপ যাচ্ছিল। জি বাংলার সেরা সিরিয়াল শীর্ষস্থান হারিয়ে নেমে গিয়েছিল সোজা পাঁচ নম্বরে। স্টার জলসার ‘ধুলোকণা’, এমনকি নিজের চ‍্যানেলের ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর কাছেও গো হারান হেরেছিল মিঠাই রানী। বেঙ্গল টপার তো দূর, চ‍্যানেল সেরার তকমাও হাতছাড়া হয়ে গিয়েছিল মিঠাইয়ের।

Mithai 1
আসলে দর্শকেরা অনেকেই অভিযোগ করছিলেন, মিঠাইয়ের গল্পে আর আগের মতো টান নেই। নায়ক নায়িকার মূল গল্প থেকে সরে হল্লাপার্টির উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। তাই আগ্রহ হারিয়ে ফেলেছিলেন দর্শকরা। কিন্তু মিঠাই রানী তো মিঠাই রানী। গল্পে নতুন টুইস্ট এনে ফের বাংলা সেরা মোদক পরিবার।

রুদ্র নীপার রিসেপশনের দিন জেল পালানো খলনায়ক ওমি আগরওয়াল সিডকে লক্ষ‍্য করে গুলি ছোঁড়ে। কিন্তু উচ্ছেবাবুকে বাঁচিয়ে দিয়ে নিজে গুলি খেয়ে লুটিয়ে পড়ে মিঠাই। এতটা প্রোমোতে দেখেই নড়েচড়ে বসেছিল দর্শকরা। এখন দেখা যাচ্ছে, হাসপাতালে অচেতন হয়ে পড়ে রয়েছে মিঠাই।

সিড মিঠাইয়ের অনস্ক্রিন মুহূর্ত আবার ফিরতেই টিআরপিও চড়া। আর এর সঙ্গে সঙ্গেই নতুন রেকর্ড গড়ে ফেলেছে মিঠাই। বেঙ্গল টপার হওয়ার ৫২ সপ্তাহ পূরণ করল মিঠাই। এর আগে কোনো সিরিয়ালই এক বছর ধরে বাংলা সেরা থাকতে পারেনি। মিঠাই প্রথম এই অসাধ‍্য সাধন করে রেকর্ড গড়েছে। তাই একসঙ্গে দ্বিগুণ উদযাপনে মেতেছে দর্শকরা। এখন শুধু মিঠাই রানী সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এটাই কামনা ভক্তদের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর