না খেতে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বাবা! স্মৃতি হাতড়ে আবেগঘন মিঠুন

বাংলাহান্ট ডেস্ক: প্রায় এক দশক পর মহাগুরুর আসনে ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ডান্স বাংলা ডান্সের পরিবেশটাই বদলে গিয়েছে তাঁর প্রত্যাবর্তনে। গত কয়েক বারের মতো এবারেও বয়সের কোনো উর্দ্ধসীমা নেই প্রতিযোগীদের। তাই ‘ডিস্কো ডান্সার’ এর সামনে নাচের প্রতিভা দেখাতে বাংলার কোণা কোণা থেকে আসছে নানান বয়সের প্রতিযোগীরা। এমনি এক খুদে প্রতিযোগীর পারফরম্যান্স দেখে আবেগঘন হয়ে পড়লেন মিঠুন।

নিজের প্রয়াত বাবার স্মৃতিতে একটি বিশেষ পারফরম্যান্স করে এক খুদে প্রতিযোগী। গত বছরই তার ডান্স বাংলা ডান্সে আসার কথা ছিল। কিন্তু সে সময়েই বাবাকে হারায় সে। বাবাকে উৎসর্গ করে মিঠুন দেব অভিনীত প্রজাপতি ছবির ‘তুমি আমার হিরো’ গানে নাচ করে ছোট্ট ওই প্রতিযোগী। তাঁর পারফরম্যান্স দেখতে দেখতে ঘন ঘন চোখ মুছতে দেখা যায় বিচারকের আসনে থাকা শুভশ্রী, শ্রাবন্তী এবং এদিনের বিশেষ অতিথি দেবশ্রী রায়কে।

Mithun chakraborty

পারফরম্যান্স শেষ করে মঞ্চেই কান্নায় ভেঙে পড়ে খুদে। তাকে সামলাতে ছুটে আসেন অঙ্কুশ। কিন্তু অভিনেতাকে জড়িয়ে ধরেই হাউহাউ করে কাঁদতে থাকে খুদে। চোখ ভিজে ওঠে অঙ্কুশেরও। প্রতিযোগীকে সামলান মহাগুরু মিঠুন চক্রবর্তীও। তিনি বলেন, শিল্পীরা ইমোশনাল হয় না। অন্যদের ইমোশনাল করে।

পারফরম্যান্স দেখে তাঁর মনের মধ্যেও ভিড় করেছিল নিজের বাবার স্মৃতি। মিঠুন জানান, এক সময় তাঁর বাবা তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, খেতেও দেননি। কলকাতার মধ্যবিত্ত পরিবারের ছেলে মিঠুন। বাড়ি ছেড়ে মুম্বই গিয়েছিলেন নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে। ছেলের শখ বাড়ি থেকে মানতে চায়নি প্রথমে।

856416 mithun chakraborty

স্মৃতি ভাগ করে আবেগঘন হয়ে পড়েন মহাগুরু নিজেও। আজ তিনি সফল, শুধু দেশ নয়, বিদেশেও মিঠুনের নামডাক। আজ বাবাকে ধন্যবাদ জানান তিনি। সেদিন বাড়ি থেকে বের করে না দিলে হয়তো এই জায়গায় আসতেই পারতেন না তিনি।

এদিন বিশেষ অতিথি হয়ে এসেছিলেন দেবশ্রী রায়। পারফরম্যান্স দেখে চোখে জল এসে গিয়েছিল তাঁরও। কয়েক মাস আগেই নিজের মাকে হারিয়েছেন তিনি। এই নাচটা দেখে, গানটা শুনে নিজের মায়ের কথা মনে পড়ে গিয়েছিল অভিনেত্রীর। তবে মিঠুন এবং দেবশ্রী দুজনেই খুদে প্রতিযোগীর নাচের ভূয়সী প্রশংসা করেছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর